এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ রাজ্যসভার ৫৯ আসনে ভোটগ্রহণ, কার ঝুলিতে যেতে পারে কটি আসন?

আজ রাজ্যসভার ৫৯ আসনে ভোটগ্রহণ, কার ঝুলিতে যেতে পারে কটি আসন?

আজ সারা দেশ জুড়ে রাজ্যসভার মোট ৫৯ টি আসনে ভোটগ্রহণ চলছে। রাজ্যসভার নির্বাচনে ভোটদান করতে পারেন সংশ্লিষ্ট রাজ্যের বিধায়করা। আর তাই রাজ্যে বিধানসভায় ক্ষমতা অনুসারে বিভিন্ন দল তাঁদের প্রতিনিধিদের রাজ্যসভায় পাঠাতে পারে। একনজরে দেখে নেওয়া যাক কোন রাজনৈতিক দল কতগুলি আসন জিততে পারে অঙ্কের বিচারে –

১. বিজেপি – ২৯-৩২
২. কংগ্রেস – ৭-৮
৩. তৃণমূল কংগ্রেস – ৪
৪. বিজু জনতা দল – ৩
৫. টিআরএস – ৩
৬. আরজেডি – ৩
৭. জনতা দল ইউনাইটেড – ২
৮. তেলেগু দেশম পার্টি – ২
৯. শিবসেনা – ১-২
১০. সমাজবাদী পার্টি – ১
১১. সিপিআইএম – ১
১২. ওয়াইএসআর কংগ্রেস – ১
১৩. বহুজন সমাজবাদী পার্টি – ০-১
১৪. ঝাড়খন্ড মুক্তি মোর্চা – ০-১
১৫. এনসিপি – ০-১

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!