এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > হু এর ভবিষ্যৎবাণী অনুযায়ী করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রামিত হবে শিশু-কিশোররা

হু এর ভবিষ্যৎবাণী অনুযায়ী করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রামিত হবে শিশু-কিশোররা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউয়ের ফলে ইতিমধ্যেই দেশজুড়ে হাহাকার শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রথম  ঢেউয়ের থেকেও দ্বিতীয় ঢেউ অনেক বেশি মারাত্মক। কিন্তু আতঙ্কের শেষ এখনো হয়নি, ইতিমধ্যেই বলা হয়েছে করোনার তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়ছে। করোনার তৃতীয় জোয়ারে সবথেকে বেশি সংক্রমিত হতে চলেছে শিশুরা। প্রসঙ্গত, প্রথম ও দ্বিতীয় জোয়ারে শিশুদের সেভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়নি। কিন্তু আর বোধহয় শিশুদের রক্ষা করা সম্ভব নয়। আতঙ্কের পাশাপাশি আশার কথাও শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর প্রধান গবেষক ডক্টর সৌম্যা স্বামীনাথন।

তিনি জানিয়েছেন, শিশুদের জন্য এক ধরনের প্রতিষেধক তৈরি হচ্ছে যেটা নাকের মাধ্যমে দেহে প্রবেশ করানো হবে এবং শিশুদের জন্যই এই প্রতিষেধক আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মেড ইন ইন্ডিয়ার ন্যাজাল টিকা তৈরি হতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। তবে এ বছরে সেই টিকা হাতে পাওয়া সম্ভব নয় বলেই খবর। তবে আগামী দিনে শিশুদের জন্য প্রতিষেধক আসছে। একইসাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, পড়ুয়াদের করোনা প্রতিষেধক দেওয়ার আগে তাঁদের শিক্ষকদের প্রতিষেধক দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। একইসাথে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য কাঠামো উন্নয়নের কথা বলছেন চিকিৎসকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও সংক্রমণের আওতা থেকে শিশুদেরকে দূরে রাখার কথা বলা হচ্ছে। এখনো পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে ভারতে তিন থেকে চার শতাংশ শিশু করোনা আক্রান্ত হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি শিশু এবং ছাত্র-যুবকদের মধ্যে করোনা সংক্রমণ কতটা ছড়াতে পারে, সে সম্পর্কে নথি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে অবশ্য 12 বছরের উর্ধ্বে যারা, তাঁদের ফাইজার টিকার মাধ্যমে টিকাকরণ শুরু হয়েছে। ডক্টর স্বামীনাথনের দাবি, আর কিছুদিনের মধ্যেই মডার্না শিশুদের টিকাকরণের ছাড়পত্র পেতে চলেছে। যদিও মনে করা হচ্ছে, শিশুদের মধ্যে সংক্রমণের হার কমে যাওয়ায় গবেষণার গতি কমে গিয়েছে।

তবে জানা যাচ্ছে, সমস্ত ভ্যাকসিন সংস্থা ইতিমধ্যে শিশুদের জন্য প্রতিষেধক তৈরি করার ব্যাপারে ঝাঁপিয়ে পড়েছে। ইতিমধ্যে কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরশাহীতে 12 থেকে 15 বছর বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে ছাড়পত্র পেয়েছে ফাইজার বায়োএনটেক। অন্যদিকে আমেরিকাতেও কিশোরদের জন্য টিকা আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। এবং ট্রায়ালশেষে ফলাফল এ বছরের শেষে হাতে পেতে চলেছে মডার্না। সবমিলিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউকে ঠেকিয়ে রাখার। সেক্ষেত্রে শিশু, কিশোর ও যুবদের বাঁচানোর জন্য প্রতিষেধকের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!