এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যসভা নির্বাচন – পশ্চিমবঙ্গ থেকে কোন প্রার্থী কত ভোট পেলেন? কি দাঁড়াল সমীকরণ?

রাজ্যসভা নির্বাচন – পশ্চিমবঙ্গ থেকে কোন প্রার্থী কত ভোট পেলেন? কি দাঁড়াল সমীকরণ?


পশ্চিমবঙ্গ থেকে এবারের রাজ্যসভা নির্বাচনে এবারে মোট ৫ টি আসন খালি থাকলেও, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৬ জন প্রার্থী। ফলে বিধায়কদের ভোটদান জরুরি হয়ে পড়ে। ভোট গণনার শেষে দেখা যায় ৬ প্রার্থীর প্রাপ্ত ভোট নিম্নরূপ –

১. শুভাশিস চক্রবর্তী – তৃণমূল কংগ্রেস – ৫৪ টি
২. নাদিমুল হক – তৃণমূল কংগ্রেস – ৫২ টি
৩. আবীর রঞ্জন বিশ্বাস – তৃণমূল কংগ্রেস – ৫২ টি
৪. ডাঃ শান্তনু সেন – তৃণমূল কংগ্রেস – ৫১ টি
৫. অভিষেক মনু সিঙ্ঘভি – কংগ্রেস – ৪৭ টি
৬. রবিন দেব – সিপিআইএম – ৩০ টি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!