এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখ্যমন্ত্রীর অশ্বমেধের ঘোড়ার গতি ত্বরান্বিত করতে চার নতুন সারথির কার কি দায়িত্ত্ব জেনে নিন বিস্তারিত

মুখ্যমন্ত্রীর অশ্বমেধের ঘোড়ার গতি ত্বরান্বিত করতে চার নতুন সারথির কার কি দায়িত্ত্ব জেনে নিন বিস্তারিত


২০০৮ এর পঞ্চায়েত নির্বাচন থেকেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বে রাজ্যজুড়ে ছুটছে উন্নয়নের রথ – বলে দাবি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। আর হবে নাই বা কেন? ওই নির্বাচনের পর থেকে প্রতিটা নির্বাচনেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে শাসকদলের ভোট – আর বর্তমানে তা সম্মিলিত বিরোধী ভোটের থেকেও বেশি জায়গায় পৌঁছে গেছে।

তবে সেই অশ্বমেধের রথের গতিতে যেন হঠাৎ করেই শ্লথতা এসেছিল। রাজ্য মন্ত্রীসভা থেকে অসুস্থতার জন্য কেউ সরে গেছেন, তো কারোর পারফরম্যান্সে দলনেত্রী ছিলেন মোটেই খুশি – ফলে তাঁদেরও সড়ে যেতে হয়েছে। আর সাম্প্রতিককালে তো ব্যক্তিগত সমস্যার জেরে মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়েছেন অন্যতম বিশ্বস্ত সেনাপতি শোভন চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরই মাঝে গুঞ্জন চলছিল – আরও বেশ কিছুর কাজে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো মন্ত্রীর ঘাড়ে আবার রয়েছে অতিরিক্ত দায়িত্ত্ব। আবার কাউকে দলনেত্রী চান সংগঠনে বেশি সময় দেওয়ার জন্য। আর এইসব মিলিয়েই তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে আশঙ্কা তৈরী হচ্ছিল – মুখ্যমন্ত্রীর পরিকল্পিত রাজ্যজুড়ে উন্নয়ন এতে ক্ষতিগ্রস্ত হবে না তো?

আর সেই শঙ্কর আঁচটা পৌঁছেছিল সম্ভবত স্বয়ং দলনেত্রীর কাছেও। আর তাই, গতকালই ঘোষণা করা হয় রাজ্য মন্ত্রীসভায় আসতে চলেছেন চার নতুন মুখ। এর সাথেই বেশ কিছু দপ্তরের মন্ত্রীদেরও বদল হবে। সেইমত আজ রাজভবনে শপথ নেন চার নতুন মন্ত্রী – সুজিত বসু, নির্মল মাজি, তাপস রায় ও রত্না ঘোষ। তাঁদের শপথ বাক্য পথ কোরান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

আর তারপরেই নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একনজরে জেনে নিন কে পেলেন, কোন দপ্তরের দায়িত্ত্ব –
সুজিত বসু – দমকল দপ্তর
নির্মল মাজি – শ্রম দপ্তর
তাপস রায় – পরিকল্পনা দপ্তরের পূর্ণমন্ত্রী ও পরিষদীয় প্রতিমন্ত্রী
রত্না ঘোষ – মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!