এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় যাঁদের জয় কার্যত নিশ্চিত – দেখে নিন একনজরে

বাংলায় যাঁদের জয় কার্যত নিশ্চিত – দেখে নিন একনজরে


আজ সারাদেশের ৫৪২ টি লোকসভা আসনের (মোট ৫৪৩ টি আসন থাকলেও তামিলনাড়ুর একটি আসনে ভোটগ্রহণ হয় নি) সঙ্গে বাংলার ৪২ টি লোকসভা আসনেও ভোট গণনা হতে চলেছে। এর পাশাপাশি বাংলায় ৮ বিধানসভা আসনের উপনির্বাচনেরও হবে ভোট গণনা। এই সব কেন্দ্রের গণনার সর্বশেষ ফলাফল, আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি আপনাদের সামনে। ভোটগণনার এখনও প্রায় ৪০-৫০% কাজ বাকি, তবুও যেসব আসনে প্রার্থীদের জয় কার্যত নিশ্চিত, দেখে নিন একনজরে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. কুচবিহার – নিশীথ প্রামানিক – বিজেপি – ৫০ হাজার ভোটে এগিয়ে
২. আলিপুরদুয়ার – জন বারলা – বিজেপি – ১ লক্ষ ১০ হাজার ভোটে এগিয়ে
৩. জলপাইগুড়ি – জয়ন্ত রায় – বিজেপি – ৭০ হাজার ভোটে এগিয়ে
৪. দার্জিলিং – রাজু সিংহ – বিজেপি – ২ লক্ষ ২০ হাজার ভোটে এগিয়ে
৫. জঙ্গিপুর – খলিলুর রহমান – তৃণমূল – ১ লক্ষ ৪০ হাজার ভোটে এগিয়ে
৫. বহরমপুর – অধীর চৌধুরী – কংগ্রেস – ৫০ হাজার ভোটে এগিয়ে
৬. মুর্শিদাবাদ – আবু তাহের – তৃণমূল – ৯০ হাজার ভোটে এগিয়ে
৭. কৃষ্ণনগর – মহুয়া মৈত্র – তৃণমূল – ৬০ হাজার ভোটে এগিয়ে

৮. রানাঘাট – জগন্নাথ সরকার – বিজেপি – ১ লক্ষ ৩০ হাজার ভোটে এগিয়ে
৯. বনগাঁ – শান্তনু ঠাকুর – বিজেপি – ৭০ হাজার ভোটে এগিয়ে
১০. বারাসত – কাকলি ঘোষ দস্তিদার – তৃণমূল – ১ লক্ষ ভোটে এগিয়ে
১১. বসিরহাট – নুসরত জাহান – তৃণমূল – ১ লক্ষ ৬০ হাজার ভোটে এগিয়ে
১২. জয়নগর – প্রতিমা মন্ডল – তৃণমূল – ১ লক্ষ ৫০ হাজার ভোটে এগিয়ে
১৩. মথুরাপুর – চৌধুরী মোহন জাটুয়া – তৃণমূল – ৯৫ হাজার ভোটে এগিয়ে
১৪. ডায়মন্ড হারবার – অভিষেক ব্যানার্জি – তৃণমূল – ২ লক্ষ ১০ হাজার ভোটে এগিয়ে

১৫. যাদবপুর – মিমি চক্রবর্তী – তৃণমূল – ১ লক্ষ ৫০ হাজার ভোটে এগিয়ে
১৬. কলকাতা দক্ষিণ – মালা রায় – তৃণমূল – ১ লক্ষ ৬০ হাজার ভোটে এগিয়ে
১৭. কলকাতা উত্তর – সুদীপ ব্যানার্জি – তৃণমূল – ৬০ হাজার ভোটে এগিয়ে
১৮. হাওড়া – প্রসূন ব্যানার্জি – তৃণমূল – ৫০ হাজার ভোটে এগিয়ে
১৯. উলুবেড়িয়া – সাজদা আহমেদ – তৃণমূল – ১ লক্ষ ৬৫ হাজার ভোটে এগিয়ে
২০. শ্রীরামপুর – কল্যাণ ব্যানার্জি – তৃণমূল – ৭০ হাজার ভোটে এগিয়ে
২১. হুগলি – লকেট চ্যাটার্জি – বিজেপি – ৮০ হাজার ভোটে এগিয়ে
২২. তমলুক – দিব্যেন্দু অধিকারী – তৃণমূল – ৮০ হাজার ভোটে এগিয়ে

২৩. কাঁথি – শিশির অধিকারী – তৃণমূল – ৬০ হাজার ভোটে এগিয়ে
২৪. পুরুলিয়া – জ্যোতির্ময় মাহাতো – বিজেপি – ৯০ হাজার ভোটে এগিয়ে
২৫. বাঁকুড়া – সুভাষ সরকার – বিজেপি – ৮৫ হাজার ভোটে এগিয়ে
২৬. বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ – বিজেপি – ৫০ হাজার ভোটে এগিয়ে
২৭. বর্ধমান-পূর্ব – সুনীল মন্ডল – তৃণমূল – ৬৫ হাজার ভোটে এগিয়ে
২৮. আসানসোল – বাবুল সুপ্রিয় – বিজেপি – ৮৫ হাজার ভোটে এগিয়ে
২৯. বোলপুর – অসিত মাল – তৃণমূল – ১ লক্ষ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!