এখন পড়ছেন
হোম > জাতীয় > কে শেষ হাসি হাসলো রাজস্থানে দেখে নন

কে শেষ হাসি হাসলো রাজস্থানে দেখে নন


বড়সড় ধাক্কা খেলো বিজেপি। রাজস্থানের মণ্ডলগড় বিধানসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জিতলো কংগ্রেস প্রার্থী বিবেক ধাকড়।১১,১৩৬ ভোটের ব্যবধানে জিতলো কংগ্রেস।আলোয়ারে কংগ্রেস প্রার্থী করণ সিং পেয়েছেন ৪,৬০,০৮৮ ভোট আর বিজেপি যশোবন্ত সিং যাদব পেয়েছেন ৩,৩৬,৫৮১ ভোট। মোট ১,২৩,৫০৭ ভোট জয়ী কংগ্রেস।
এদিকে আজমের লোকসভা কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী রঘু শর্মা ৩৪,৬৪১৬ ভোট পেয়েছেন আর বিজেপি প্রার্থী রামস্বরূপ লাম্বা পেয়েছেন ২,৭৫,৭৮২ ভোট। মোট ৭০,৬৩৪ ভোট জিতেছে কংগ্রেস।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!