কে শেষ হাসি হাসলো রাজস্থানে দেখে নন জাতীয় February 1, 2018 বড়সড় ধাক্কা খেলো বিজেপি। রাজস্থানের মণ্ডলগড় বিধানসভা কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জিতলো কংগ্রেস প্রার্থী বিবেক ধাকড়।১১,১৩৬ ভোটের ব্যবধানে জিতলো কংগ্রেস।অন্যদিকে রাজস্থানের আলোয়ার লোকসভা এবং আজমের লোকসভা উপনির্বাচনে জয় পেল কংগ্রেস। আলোয়ারে কংগ্রেস প্রার্থী করণ সিং পেয়েছেন ৪,৬০,০৮৮ ভোট আর বিজেপি যশোবন্ত সিং যাদব পেয়েছেন ৩,৩৬,৫৮১ ভোট। মোট ১,২৩,৫০৭ ভোট জয়ী কংগ্রেস। আমাদের ফেইসবুক পেজে নতুন নিউস পোস্ট করতে খুব অসুবিধা হচ্ছে। সব পোস্ট করাও যাচ্ছে না। তাই দয়া করে নতুন নিউস পড়তে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ এ http://bengali.priyobandhu.com এদিকে আজমের লোকসভা কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী রঘু শর্মা ৩৪,৬৪১৬ ভোট পেয়েছেন আর বিজেপি প্রার্থী রামস্বরূপ লাম্বা পেয়েছেন ২,৭৫,৭৮২ ভোট। মোট ৭০,৬৩৪ ভোট জিতেছে কংগ্রেস। আপনার মতামত জানান -