এখন পড়ছেন
হোম > জাতীয় > ব্রেকিং নিউজ – সিদ্দারামাইয়ার উপর ক্ষোভে কর্নাটকে দল ছাড়তে চলেছেন ১১ কংগ্রেস বিধায়ক?

ব্রেকিং নিউজ – সিদ্দারামাইয়ার উপর ক্ষোভে কর্নাটকে দল ছাড়তে চলেছেন ১১ কংগ্রেস বিধায়ক?

কর্ণাটক বিধানসভার চিত্র এখন এক গুরুত্ত্বপূর্ন মোড়ে এসে দাঁড়িয়েছে। কোনো দলই সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি, বিজেপি একক বৃহত্তম দল হলেও, সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮ টি আসন কম আপাতত তাদের। এই অবস্থায় কর্নাটকে সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানিয়ে এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা। অন্যদিকে, অমিত শাহের বিশেষ নির্দেশে বেঙ্গালুরু উড়ে গেছেন দলের তিন হেভিওয়েট নেতা জেপি নাড্ডা, প্রকাশ জাভড়েকর ও ধর্মেন্দ্র প্রধান।

এর মধ্যেই, হঠাৎ জল্পনা বেড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উপর ক্ষোভ দেখিয়ে দল ছাড়তে চেয়েছেন ১১ জন কংগ্রেস বিধায়ক। তবে তাঁরা কারা এই মুহূর্তে জানা যায় নি, বা দল ছাড়লেও তাঁরা বিজেপিতে যোগ দেবেন কিনা সে বিষয়েও কোনো স্পষ্ট দিশা পাওয়া যায় নি স্থানীয় সূত্রে। তবে সিদ্দারামাইয়া মন্ত্রীসভার গুরুত্ত্বপূর্ন মন্ত্রী ডি কে শিবকুমার প্রকাশ্যে সাংবাদিক বৈঠকে সিদ্দারামাইয়ার ‘ওভার কনফিডেন্স’-এর জন্য কংগ্রেসের খারাপ ফলের কথা বলতেই এই ভাঙনের জল্পনা আরো গতি পায়। তবে কংগ্রেস সূত্রে, এখনো কোনো বিধায়কের দল ছাড়ার কথা স্বীকার করা হয় নি, উল্টে জেডিএসকে সমর্থনের প্রশ্নে সব বিধায়ক দলীয় নির্দেশকে মান্য করছে বলেই জানান হয়েছে। উল্টো দিকে, কর্ণাটকের স্থানীয় কিছু সংবাদমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, কংগ্রেসের লিঙ্গায়েত সম্প্রদায়ের বিধায়কেরা বিদ্রোহের মুখে, জেডিএসের সঙ্গে জোট মানতে নারাজ তাঁরা। অসমর্থিত সূত্রের খবর, প্রয়োজনে বিজেপির হাত ধরতেও রাজি ওই বিধায়কেরা, কিন্তু কিছুতেই জেডিএসকে সমর্থন করবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!