এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শুভেন্দু অধিকারীর হাত ধরে আরো দুই হেভিওয়েট নেতা তৃণমূলে? বাড়ছে জল্পনা

শুভেন্দু অধিকারীর হাত ধরে আরো দুই হেভিওয়েট নেতা তৃণমূলে? বাড়ছে জল্পনা

মুর্শিদাবাদের সাংগঠনিক দায়িত্ত্ব হাতে পেতেই তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলাজুড়ে নিজের দল-ভাঙানোর ‘ম্যাজিক’ দেখতে শুরু করেছেন। তাঁর হাত ধরে পঞ্চায়েত নির্বাচনের আগেই তিন কংগ্রেস বিধায়ক জেলা থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁরা হলেন – রেজিনগরের রবিউল আলম চৌধুরী, কান্দির অপূর্ব সরকার ও মুর্শিদাবাদের শাওনী সিংহ রায়। এরপর পঞ্চায়েতের প্রচারের সময় শুভেন্দুবাবু দাবি করেন, পঞ্চায়েত মিটলেই আরও ৫ জন কংগ্রেস বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। ইতিমধ্যেই খাড়গ্রামের আশিস মার্জিত যোগ দিয়েছেন, কিন্তু বাকি কোন ৪ জন যোগদান করবেন তা নিয়ে জল্পনা বেড়েছে।

এরমধ্যেই, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি তথা নওদার চারবারের কংগ্রেস বিধেয়ক আবু তাহের খানের তৃণমূলে যোগদান নিয়ে চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আবু তাহের খানের ভাগ্না সফিউজ্জামান ওরফে হাবিবের সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেই জল্পনায় আরও গতি পেয়েছে। যদিও এই প্রসঙ্গে সফিউজ্জামান নিজে জানিয়েছেন, মন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, তাই নওদায় তাঁর সঙ্গে তোলা পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য নেই। অন্যদিকে, শুধু আবু তাহের খানই নন – তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা বেড়েছে এআইসিসির সম্পাদক তথা ফরাক্কার কংগ্রেস বিধায়ক মাইনুল হককে নিয়েও। যদিও জল্পনা দিনদিন বাড়লেও এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি দুই বিধায়ক। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলা মুখপাত্র অশোক দাস এই প্রসঙ্গে জানিয়েছেন, এখনই কারও নাম করছি না, তবে কংগ্রেসের আরও কয়েকজন বিধায়ক তৃণমূলে শামিল হতে চাইছেন। ফলে সবমিলিয়ে দলবদল নিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে তুমুল জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!