এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার তৃণমূলের ১ মন্ত্রী সহ ২ বিধায়ক বিজেপির পথে? তীব্র জল্পনা রাজ্য জুড়ে, মিলল বড়সড় ইঙ্গিত

এবার তৃণমূলের ১ মন্ত্রী সহ ২ বিধায়ক বিজেপির পথে? তীব্র জল্পনা রাজ্য জুড়ে, মিলল বড়সড় ইঙ্গিত


রাজ্যজুড়ে করোনা আবহের মাঝেই আমপানের তান্ডব! আর এই কঠিন সময়েও বঙ্গ রাজনীতি রীতিমত সরগরম। অনেকেই মনে করছিলেন, এই সময়ে রাজনৈতিক উত্তাপ একটু কমবে – কিন্তু আর মাত্র ১ বছরের মধ্যে বিধানসভা নির্বাচন। ফলে, পূর্ণ উদ্যমে বাংলায় রাজনীতির স্রোত বয়ে চলেছে। তবে মূল লড়াইটা হতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসকদল বিজেপির মধ্যে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আর সেই লড়াইয়ে এবার বড়সড় মাত্রা যোগ হতে চলেছে দলবদলের খবরে। সূত্রের খবর, তৃণমূল মন্ত্রীসভার এক হেভিওয়েট মন্ত্রী ও কলকাতা ও সংলগ্ন অঞ্চলের এক হেভিওয়েট বিধায়ক এবার গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়ে ফেলেছেন। গেরুয়া শিবিরের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, যে কোন দিন হতে পারে এই দলবদল। লোকসভা নির্বাচনের পর বেশ কিছু তৃণমূল বিধায়ক বিজেপিতে নাম লেখালেও, এত বড় মাপের যোগদান এই প্রথম হতে চলেছে বলে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সদ্য বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হয়েছে। আর সেই কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন একাধিক প্রাক্তন তৃণমূলী। সুতরাং এতদিন যে প্রচার অতি সন্তর্পনে চলছিল – যে ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে নাম লেখালে যোগ্য সম্মান বা গুরুত্ব পাওয়া যায় না – অমিত শাহের এক চালেই সেই মিথ ভেঙে চুরমার! আর তারপরেই, রাজ্য-রাজনীতিতে জল্পনার ঝড় উঠেছিল যে তৃণমূলের বিক্ষুব্ধদের বার্তা দিতেই এই ‘স্ট্র্যাটেজিক মুভ’ দিয়েছেন অমিত শাহ। কিন্তু, সেই বার্তার সুফল যে এত তাড়াতাড়ি আসবে তা বোধহয় কেউই ভাবেননি।

কেননা বিধানসভা নির্বাচনের এখনও ১ বছর বাকি আছে, ফলে নির্বাচনের আগে দলবদলের একটা বড় স্রোত লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছিল। এদিকে, এই দলবদলের খবর সম্ভবত আছে স্বয়ং তৃণমূল নেত্রীর কাছে। প্রসঙ্গত, গতকাল এক ভিডিও কনফারেন্সে দলীয় নেতাদের সঙ্গে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নাম না করে তিনি জানিয়ে দেন, কলকাতার নেতাদের বলছি, যাঁরা সম্প্রতি এদিকে-ওদিকে মুখ খুলছেন, তাঁরা চাইলে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন। আর তৃণমূল নেত্রীর এহেন বার্তার পরেই বঙ্গ রাজনীতিতে উচ্চস্বরে বাজতে শুরু করল দুই হেভিওয়েটের দলবদলের বাজনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!