এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলে যোগ দিচ্ছেন বিরোধী শিবিরের তিন হেভিওয়েট নেতা? জল্পনা তুঙ্গে

তৃণমূলে যোগ দিচ্ছেন বিরোধী শিবিরের তিন হেভিওয়েট নেতা? জল্পনা তুঙ্গে

রাজ্য রাজনীতিতে এখন যেন দলবদলের ঢেউ উঠেছে। ২০১৬ সালের পর রাজ্যজুড়ে হওয়া বিভিন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বামফ্রন্ট বা কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। অন্যদিকে পাল্লা দিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ভোট। যদিও প্রথম তৃণমূল কংগ্রেসের থেকে দ্বিতীয় বিজেপির ভোটের ফারাক অনেকটাই তবুও রাজ্য-রাজনীতি কার্যত দুভাগে বিভক্ত। তৃণমূলের ভোট ও তৃণমূল বিরোধী ভোট। একদিকে যখন তৃণমূল বিরোধী ভোট ক্রমশ আস্থা দেখাচ্ছেন গেরুয়া শিবিরের উপর, অন্যদিকে ৭ বছর ক্ষমতায় থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা অটুট বিরোধী দলের নেতাদের। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এক লড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ২১১ টি আসন তুলে আনার পরেই বামফ্রন্ট বা কংগ্রেস ছেড়ে বিভিন্ন জনপ্রতিনিধির তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর আজও সেই প্রবণতা অক্ষুন্ন। এরই মধ্যে জল্পনা বেড়েছে কংগ্রেসের তিন বিধায়কের দলত্যাগ নিয়ে। এতদিন অধীর-গড় বলে পরিচিত মুর্শিদাবাদের তিন-তিনজন কংগ্রেস বিধায়ক আগামী ২ রা জুলাই বহরমপুরে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। যে তিনজনের নাম নিয়ে জল্পনা তাঁরা হলেন – ‘প্রাক্তন’ জেলা কংগ্রেস সভাপতি তথা নওদার বিধায়ক আবু তাহের খান (তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে অনুগামীদের নিয়ে এক বৈঠকের ভিডিও ‘ফাঁস’ হয়ে যেতেই তাঁর স্থলাভিষিক্ত করা হয় লালগোলার বিধায়ক আবু হেনাকে), ফরাক্কার পাঁচ বারের বিধায়ক তথা এআইসিসির সম্পাদক মইনুল হক ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। আবু তাহের খান ও মইনুল হক এই নিয়ে এখনো মুখ না খুললেও আখরুজ্জামান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তৃণমূলে যাওয়ার জন্য কর্মীদের চাপ আছে আমার ওপর, তবে আমি যাব না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!