এবার কি সরাসরি রাজনীতিতে মুখ্যমন্ত্রী পরিবারের আরেক সদস্য? বিশেষ খবর রাজ্য December 3, 2017 তখনো তিনি বিরোধীনেত্রী, অধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভা থেকে জানিয়ে ছিলেন তাঁর নিজের আলাদা করে কোনো পরিবার নেই, গোটা বাংলাই তাঁর পরিবার। কিন্তু তারপরে সরাসরি তাঁর দিকে আঙ্গুল তুলে না হলেও, দলের মধ্যে ‘পরিবারতন্ত্রের’ অভিযোগ তুলে দল ছেড়েছেন এক সময়ের অঘোষিত দুনম্বর নেতা। এমনিতে মুখ্যমন্ত্রীর দুই ভাই অজিত বন্দ্যোপাধ্যায় ও স্বপন বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নন, কিন্তু বিরোধীদের অভিযোগ রাজ্যের শাসকদলের ভোটব্যাঙ্কের জোরে তাঁরা বিভিন্ন এসোসিয়েশনের মাথায় বসে আছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি রাজনীতির আঙিনায় নেমে ডায়মন্ড-হারবার থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে সাংসদ হয়েছেন। এবার রাজনৈতিক মহলের গুঞ্জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়ও কি রাজনীতিতে আসতে চলেছেন? কিছুদিন আগেই কলকাতার এক ছোট ক্লাবের নির্বাচনে (যে নির্বাচনে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়ীও হয়েছিলেন) সংঘর্ষের ঘটনায় আকাশবাবুর নাম জড়িয়ে যায়, যদিও তাঁর অনুগামীদের সূত্রে জানা যায়, ঘটনার সাথে আকাশবাবুর বিন্দুমাত্র যোগ নেই, সবই বিরোধীদের অপপ্রচার। কিন্তু এরপরেই তাঁর দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ এলাকা ডায়মন্ড-হারবারে এমপি কাপ ফুটবলে আকাশবাবুকে জমিয়ে সংগঠকের ভূমিকায় দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তাঁকে এইভাবে সংগঠক হিসাবে পেয়ে এলাকায় তৃণমূল নেতা-কর্মী-সমর্থক হিসাবে পরিচিতরাও অসম্ভব উচ্ছ্বসিত বলে জানা যাচ্ছে। আর তাই রাজনৈতিক মহলে গুঞ্জন এবার কি তিনিও রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন? যদিও এই নিয়ে আকাশ বন্দ্যোপাধ্যায় বা তাঁর ঘনিষ্ঠ মহলের কোনো প্রতিক্রিয়া জানা যায় নি। আপনার মতামত জানান -