এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভাইপোর পর মুখ্যমন্ত্রীর পরিবারের আরেক সদস্যের সাংসদ হওয়া নিয়ে তীব্র জল্পনা

ভাইপোর পর মুখ্যমন্ত্রীর পরিবারের আরেক সদস্যের সাংসদ হওয়া নিয়ে তীব্র জল্পনা


ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আগামীদিনে মুখ্যমন্ত্রীর পরিবারের আরেক সদস্যকে কি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে? মুখ্যমন্ত্রীর কনিষ্ঠ ভ্রাতা বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গুঞ্জনটা সেরকমই। সেইভাবে এতদিন সক্রিয় রাজনীতিতে দেখা না গেলেও, এইবার প্রবল রাজনৈতিক ফিসফাস – বাবুন বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নিজের লোকসভা কেন্দ্র হিসাবে হাওড়াকে বেছে নিতে ইচ্ছুক। সেই জল্পনা সম্প্রতি আরো গতি পেয়েছে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের উল্টোদিকে স্বামীজি স্পোর্টিং ক্লাব চত্বরে তাঁর আয়োজিত ইফতার পার্টি ঘিরে। কে ছিলেন না সেখানে? প্রায় ৪ হাজার নিমন্ত্রিতের মধ্যে হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী, মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল, শিবপুরের বিধায়ক জটু লাহিড়ি, সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিষেক ডালমিয়া, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, চিত্রতারকা সোহম, ক্রিকেটার মনোজ তিওয়ারি – গুনে শেষ করা যাবে না হেভিওয়েটদের উপস্থিতি।

এতদিন বাবুনবাবুর সক্রিয়তা ছিল কলকাতার ক্রীড়া সংস্থাগুলোর মধ্যেই। সে মোহনবাগান হোক বা বিওএ – সব জায়গাতেই ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দিচ্ছিলেন। আর সেই ক্রীড়াসংস্থার হাত ধরেই ইদানিং তাঁর কর্মসূচি বাড়ছিল – কিন্তু আশ্চর্যরকমভাবে তার বেশিরভাগটাই হচ্ছিল হাওড়াতে। এই প্রসঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে নিজে বলেছেন, হাওড়া আমার নিজের ঘরের মতোই, হাওড়ায় আমি এক সময়ে চাকরি করতাম, হাওড়ার মানুষের সঙ্গে আমার যোগাযোগ দীর্ঘ দিনের, এটা নতুন কিছু নয়। আর লোকসভা নির্বাচনে লড়াই করা নিয়ে তাঁর বক্তব্য, হাওড়ায় কে দাঁড়াবেন, সে বিষয়ে আমি কিছু বলব না। আমি শুধু বলতে পারি, আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি কাজ করে যাচ্ছি। জীবনে বড় হতে সবাই চায় – আমিও চাই। মানুষের জন্য আরও কাজ করতে চাই। এ বার বড়টা কী ভাবে হব, কাজের সুযোগ কী ভাবে পাব, সেটা আমাদের নেত্রীই ঠিক করবেন। সিদ্ধান্ত তিনিই নেবেন। হাওড়া কেন, বাংলার যে কোনও প্রান্তে কাজ করতে আমি প্রস্তুত। নেত্রী যেমন বলবেন, তেমনই হবে। হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার নিজের দিদি – কিন্তু তার চেয়ে বেশি করে তিনি আমার নেত্রী। আর বাবুনবাবুর এই দৃপ্ত উত্তর আরো বেশি করে বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যের পরিবারের আরেক সদস্যের লোকসভার সাংসদ হওয়ার জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!