এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ২০১৮ তেই কি বাংলায় বিধানসভা নির্বাচন? জল্পনা চরমে

২০১৮ তেই কি বাংলায় বিধানসভা নির্বাচন? জল্পনা চরমে

২০১৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে এক লড়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে ২১১ টি ছিনিয়ে নেয়। পরবর্তীকালে আরো দুটি বিধানসভা উপনির্বাচনে জিতে বর্তমানে তাদের আসনসংখ্যা ২১২ (তৃণমূলের মহেশতলার বিধায়ক কস্তুরী দাসের অকাল প্রয়ানে সেই আসনটি আপাতত শূন্য), অন্যদিকে বিরোধী দল কংগ্রেস ও বামফ্রন্ট থেকে বেসরকারি ভাবে অন্তত ১২-১৪ জন বিধায়ক শাসকদলে যোগ দিয়েছেন। অর্থাৎ সবমিলিয়ে পাঁচ বছরের রাজত্ব সামলাতে তৃণমূল কংগ্রেসের কোনো অসুবিধা হওয়ার কথায় নয়। তবুও ২০২১ এর বদলে এই বছরের শেষের দিকেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার মত পরিস্থিতি তৈরি হতে পারে।

আসলে দেশের বেশিরভাগ রাজ্যেই এখন হয় বিজেপি বা বিজেপির শরিকদলের ক্ষমতা। এমতাবস্থায় দেশজুড়ে ‘এক দেশ, এক নির্বাচন’ চালু করতে মুড়িয়ে কেন্দ্র সরকার। বিজেপির মত, লোকসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন বিভিন্ন সময়ে হওয়ায় উন্নয়ন থমকে থাকে নির্বাচনী বাধ্য-বাধকতায়। আর তাই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তরফেই এমন দাবি এসেছে, বিজেপির শীর্ষ নেতৃত্ত্বও এর সঙ্গে সহমত। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাঁরা সেইসব রাজ্যের বিরোধীদের সঙ্গেও এই নিয়ে কথা বলতে বলেছেন। আর যেসকল রাজ্যে বিরোধীরা ক্ষমতায় আছে সেখানে সরাসরি কথা বলতে পারেন বিজেপির শীর্ষনেতৃত্ত্ব। আর তাই শেষপর্যন্ত যদি ‘এক দেশ, এক নির্বাচন’ করা যায় তাহলে টাকাও বাঁচবে আর তার সাথে লোকসভা ভোট এগিয়ে আসার পাশাপাশি পুরো দেশের সাথে বাংলাতেও এই বছরেই বিধানসভা নির্বাচন হতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের। তবে লক্ষ টাকার প্রশ্ন – সবদল এতে সহমত হবেন কিনা?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!