এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আজই কি কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যাবে? বাড়ছে জল্পনা

আজই কি কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যাবে? বাড়ছে জল্পনা


মহারাষ্ট্র, হরিয়ানার পর এবার পশ্চিমবঙ্গের পালা। পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভার এবার উপনির্বাচন হতে চলেছে। আর সেই লক্ষ্যে এবার রাজ্যের রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়েছে। কারণ 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এই ছোট নির্বাচনগুলি তাঁদের টিকে থাকার পরীক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্র যথাক্রমে কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুরে উপনির্বাচন হতে চলেছে উৎসবের শেষে। আর নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে।

নির্বাচনে অংশ নিতে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ৮ জনের নামের তালিকা জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য কমিটিতে পাঠানো হয়েছে। শনিবার বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি নির্মল দাম জানিয়েছেন, ‘কালিয়াগঞ্জ কেন্দ্রে প্রার্থীর নাম দু-একদিনের মধ্যে চূড়ান্ত করবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে ঐ কেন্দ্র থেকে ৮ জনের নামের তালিকা পাঠানো হয়েছে।’ লোকসভার ফলের নিরিখে, এই আসন বিজেপির অনুকূলে – ফলে, এখানকার প্রার্থীপদ নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা।

গতকালই, এক প্রতিবেদনে জানানো হয়েছিল, করিমপুর ও খড়্গপুরের দুই প্রার্থীর নাম ঠিক করে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছে রাজ্য বিজেপি। কিন্তু, কালিয়াগঞ্জের এত দাবিদারের মধ্যে থেকে এখনও সঠিক নামটি নিয়ে ঐক্যমতে আসা যায় নি। আর তাই, এখনও এই কেন্দ্রের জন্য কোনো নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো যায় নি, রাজ্য বিজেপির তরফে। এদিকে, গেরুয়া শিবিরের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, আজই সেই নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলীয় সূত্রের খবর, কালিয়াগঞ্জ জেলা পরিষদের বিজেপি সদস্য কমল সরকার উপ নির্বাচনের লড়াইয়ে বিজেপি প্রার্থী হওয়ার ব্যাপারে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছেন। তবে প্রার্থী বাছাই এখনও চূড়ান্ত করা না গেলেও, জেলা বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, আগামী চৌঠা নভেম্বর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী কালিয়াগঞ্জে প্রচারে যাবেন। প্রচারের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানান, ‘জেলা নেতৃত্ব বৈঠক করে প্রার্থী তালিকা রাজ্য কমিটি থেকে সর্বভারতীয় কমিটিতে পৌঁছবে। তারপর চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা হবে।’

প্রসঙ্গত, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে রায়গঞ্জের বীরঘই এবং বড়ুয়া গ্রাম পঞ্চায়েত ও কালিয়াগঞ্জ ব্লকের আটটি পঞ্চায়েত সহ মোট দশটি পঞ্চায়েত, সাথে একটি পুরসভাও আছে। এখানে মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 26 হাজার। পঞ্চায়েতের মধ‍্যে 9 টি আপাতত বিজেপির দখলে। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটিতে লোকসভা ভোটের নিরিখে প্রায় 58 হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। যদিও, লোকসভা ও বিধানসভা নির্বাচনের চরিত্রগত অনেকটাই পার্থক্য থাকে, তবুও এই আসনে বিজেপি যে বেশ কয়েক কদম এগিয়ে থেকে শুরু করবে, সে ব্যাপারে প্রায় সকলেই নিশ্চিত।

লোকসভা নির্বাচনের পরে বিজেপি হওয়া তুলে দিয়েছিল যে, তৃণমূল সরকার নাকি ২০২১ পর্যন্ত টিকবে না! কিন্তু, তারপর থেকেই ‘দিদিকে বলো’ ও ‘ঘর ওয়াপসির’ মাধ্যমে ক্রমশ পায়ের তলায় জমি শক্ত করে নিচ্ছে শাসকদল। আর তারপরে যদি উপনির্বাচনেও বিজেপির আশায় জল ঢেলে নিয়ে কালিয়াগঞ্জ বা খড়্গপুরের মত পিছিয়ে থাকা আসন ছিনিয়ে নেয়, তাহলে স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে বেশ ভালো জায়গায় চলে যাবে শাসকদল। অন্যদিকে চাপ বেড়ে যাবে গেরুয়া শিবিরের। আর তাই, সবদিক ভেবে দেখেই প্রার্থী ঘোষণা করতে চাইছে গেরুয়া শিবির। যা আজ বা কালকের মধ্যেই সামনে চলে আসার সমূহ সম্ভাবনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!