এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনে এল এবিপির ওপিনিয়ন পোল, রাজস্থান ও মধ্যপ্রদেশে বড়সড় ধাক্কা বিজেপির?

সামনে এল এবিপির ওপিনিয়ন পোল, রাজস্থান ও মধ্যপ্রদেশে বড়সড় ধাক্কা বিজেপির?


এবিপি নিউজ ও সিএসডিএস সংস্থা মিলে ‘দেশ কে মুড’ বলে এক জনমত সমীক্ষা প্রকাশ করল। এই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে এই বছরের শেষের দিকে হতে চলা দুই বিজেপি শাসিত বড় রাজ্য রাজস্থান ও মধ্যপ্রদেশে শাসকদল বিজেপির জন্য বড়সড় ধাক্কা অপেক্ষা করে আছে। অন্যদিকে, এই দুই রাজ্যেই বিশাল বড় সাফল্য পেতে চলেছে কংগ্রেস। তবে ওই সমীক্ষায় কে কত আসন পেতে পারে, তা জানানো হয় নি – শুধুমাত্র কোন দল কত শতাংশ ভোট পেতে পারে তাই দেখানো হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কি বলছে এবিপি নিউজ ও সিএসডিএসের সমীক্ষা

রাজস্থান –
কংগ্রেস – ৪৪%
বিজেপি – ৩৯%
অন্যান্য – ১৭%

২০১৩ সালের হিসাবে –
বিজেপি – ৪৫%
কংগ্রেস – ৩৩%
অন্যান্য – ২২%

২০১৩ এর আসনসংখ্যা –
মোট আসন – ২০০
বিজেপি – ১৬৩
কংগ্রেস – ২১
অন্যান্য – ১৬

মধ্যপ্রদেশ –
কংগ্রেস – ৪৯%
বিজেপি – ৩৪%
অন্যান্য – ১৭%

২০১৩ সালের হিসাবে –
বিজেপি – ৪৫%
কংগ্রেস – ৩৬%
অন্যান্য – ১৯%

২০১৩ এর আসনসংখ্যা –
মোট আসন – ২৩০
বিজেপি – ১৬৫
কংগ্রেস – ৫৮
অন্যান্য – ৭

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!