এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব, তার মাঝেই চীন শুরু করলো সামরিক মহড়া! জল্পনা বাড়ছে!

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব, তার মাঝেই চীন শুরু করলো সামরিক মহড়া! জল্পনা বাড়ছে!

গোটা বিশ্বে বর্তমানে যে করোনা আতঙ্ক চলছে, তার উৎস ছিল চীন দেশ। চীন থেকে করোনা ভাইরাস সৃষ্টি হয়, এখন তা বিশ্বের প্রতিটা দেশকে তটস্থ করে দিয়েছে। কি করে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে, কি করে স্বাভাবিক জীবন-যাপনে ফিরবেন সাধারন মানুষ, তা সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। প্রতিটা দেশই প্রকাশ্যে চীনের বিরুদ্ধে কিছু না বললেও, ভেতরে ভেতরে এই ভাইরাস ছড়িয়ে যাওয়ার জন্য চীনকেই দায়ী করছে।

তবে গোটা বিশ্বের বিভিন্ন দেশে যখন করোনা ভাইরাস চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই চিনে তা কিছুটা হলেও আয়ত্তে এসেছে। আর এমন একটা পরিস্থিতিতে সেই চিনেই দেখা গেল সামরিক মহড়া। সূত্রের খবর, চীনের গ্লোবাল টাইমস সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গেছে, গত শুক্রবার তাইওয়ান দ্বীপের কাছে যুদ্ধবিমান চালিয়েছে চীন। যেখানে অংশ নিয়েছিল, h6 বোম্বার, Ki 500 এয়ারক্রাফট এবং j11 ফাইটার জেট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত বাসি চ্যানেলের ওপর দিয়ে পশ্চিমদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে গিয়ে যেতে দেখা যায় এই বিমানগুলোকে। এরপর আবার তা বিমান ঘাঁটিতে ফিরে আসে। আর এখানেই প্রশ্ন, হঠাৎ এই মহড়া কেন দেখাল চীন? করোনা ভয়াবহতার মধ্যে তাদের এই মহড়া দেখানোর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? প্রসঙ্গত উল্লেখ্য, গত জানুয়ারি মাসে একবার এই মহড়া চালানো হয়েছিল।

পরবর্তীতে 9 ও 10 ফেব্রুয়ারির পর 16 মার্চ এই মহড়া চালানো হয়। আর এবার করোনা ভাইরাসের এই উত্তাপের মাঝেই শুক্রবার সেই মহড়া চালানো হল। এদিন এই প্রসঙ্গে চীনের মিলিটারি এক্সপার্ট সং ঝংপিং বলেন, “তাইওয়ানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নেওয়ার জন্যই এই মহড়া চালানো হয়। নিয়মিত এই মহড়া চালানো হয়।” আর চীনের এই উদ্যোগ নিয়ে এখন বিশেষজ্ঞদের মনে তৈরি হয়েছে প্রশ্ন।

অনেকেই বলছেন, এই সময়ে এই মহড়া চালানো কি সত্যিই উচিত? কেননা চীন করোনা ভাইরাস থেকে কিছুটা সেরে উঠলেও, বিশ্বের প্রতিটা দেশ এখনও সেই করোনা ভাইরাসের সঙ্গে প্রবল লড়াই করছে। আর এমন একটা পরিস্থিতিতে চীনের এমন মহড়া তুলে দিচ্ছে নানা প্রশ্ন। সবথেকে বড় প্রশ্নটা উঠছে – তাহলে কি করোনা আবহে সব দেশ যখন দুর্বল, তখন কি যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিশ্ব দখলের চেষ্টা চালাবে চীন?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!