এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের মুখের গ্রাস কেড়ে বিজেপিতে যোগ দেবেন কংগ্রেস বিধায়ক? জল্পনা চরমে

তৃণমূলের মুখের গ্রাস কেড়ে বিজেপিতে যোগ দেবেন কংগ্রেস বিধায়ক? জল্পনা চরমে

দলের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিশ্বনাথ পাড়িয়াল কংগ্রেসে যোগদান করেন। পরে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়ে তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিধায়কও হন। কিন্তু বিরোধী দলের বিধায়ক হওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় কাজ করতে পারছেন না, বিশেষ করে যে শ্রমিক সংগঠন করে তাঁর উত্থান, সেখানে কোনো কাজই করতে পারছেন না বলে অভিযোগ ওঠে। আর তাই, দূরত্ত্ব বাড়তে থাকে কংগ্রেসের সঙ্গে, সম্পর্ক আবার নিবিড় হয় শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। জল্পনা বাড়িয়ে তাঁর স্ত্রী ও কিছু ঘনিষ্ঠ অনুগামীদের দুর্গাপুরের পুর-ভোটে টিকিট দেয় শাসকদল। এমনকি নির্বাচনে জেতার পর তাঁর স্ত্রী রুমাদেবীকে মেয়র পরিষদের পদে বসানো হয়, তাঁর ঘনিষ্ঠ অনুগামীকে করা হয় বরো চেয়ারম্যান। ফলে রাজনৈতিক মহল মনে করেছিল তাঁর শাসকদলে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এরপরেই ছন্দপতন, শিল্প-শহরে কান পাতলে শোনা যায়, যে যে অসুবিধার জন্য তিনি কংগ্রেস ছেড়ে শাসকশিবিরে যাওয়ার কথা ভাবছিলেন, সেগুলো আবারো ফিরে এসেছে। ‘কাজ’ করতে পারছেন না নিজের নির্বাচনী এলাকায় বা শ্রমিক সংগঠনেও ঠিকঠাক কাজ করতে দেওয়া হচ্ছে না তাঁকে। ফলে নাকি বেড়েছে বিজেপি ঘনিষ্ঠতা। এর মাঝেই বিজেপি আয়োজিত রামনবমীর মিছিলে বিজেপির জেলা সভাপতির লক্ষণ ঘোড়ুইয়ের সঙ্গে একসাথে হাঁটতে দেখা গেল তাঁকে। ফলে জল্পনা চরমে। এর মধ্যে বিশ্বনাথবাবু নিজে জানিয়েছেন, তিনি রামের মিছিলে হেঁটেছেন, কোনো রাজনৈতিক মিছিলে হাঁটেননি। তাঁর সঙ্গে অন্যান্য তৃণমূল কর্মীরাও হেঁটেছেন, এর সঙ্গে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা এক করা ঠিক নয়। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের বক্তব্যে কিন্তু তীব্র হয়েছে, বিশ্বনাথবাবুর বিজেপিতে যোগদানের জল্পনা। লক্ষণবাবু জানিয়েছেন, ইটা ধর্মীয় মিছিল, সেখানে যে কেউই অংশগ্রহণ করতে পারেন। বিশ্বনাথবাবুও অংশগ্রহণ করেছিলেন। তবে উনি যদি বিজেপিতে যোগ দিতে চান, তাহলে তাঁর জন্য আমাদের দরজা খোলা আছে। স্থানীয় সূত্রের খবর, বিশ্বনাথবাবুর এই রামনবমীর মিছিলে হাঁটা ভালোভাবে নেয়নি শাসকদল, খবর পৌঁছেছে শীর্ষনেতৃত্ত্বের কাছেও। শেষপর্যন্ত কি সিদ্ধান্ত নেবেন বা কোন দলে যাবেন বিশ্বনাথবাবু সেদিকেই তাকিয়ে এখন শিল্প শহর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!