এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতে তৃণমূলের হাত ধরা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন প্রদীপ ভট্টাচার্য

পঞ্চায়েতে তৃণমূলের হাত ধরা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন প্রদীপ ভট্টাচার্য


সাম্প্রতিক উপনির্বাচনে বিজয় পতাকা হাতে না আসলেও পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস একা লড়তে সক্ষম, জানালেন কংগ্রেসের প্রবীণ নেতা তথা সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্য্য। সবং বিধানসভায় চরম পরাজয়ের পর সমালোচনার মুখে এখন কংগ্রেস। তাই রবিবার শিলিগুড়িতে তৃণমূলের সঙ্গে জোট বাধার প্রশ্ন উঠে আসলে তিনি জানান, বিজেপির বিপক্ষে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে একতা সৃষ্টি করার পক্ষে তাঁরা। তাছাড়া পঞ্চায়েত নির্বাচনে সাধারণত জোটের প্রবণতা খুব বেশি দেখা যায় না, কিন্তু জোট গঠনের ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলের আগ্রহ থাকাও অত্যন্ত প্রয়োজন।
সবংয়ের ফলাফল নিয়ে তিনি বলেন, মানস ভূঁইয়া কংগ্রেস ছেড়ে তৃণমূলের মুখাপেক্ষী হওয়ায় তাঁদের স্থান একেবারে শূন্যে ঠেকে যায়। কিন্তু সেই শূন্য থেকে ১৮ হাজারেরও বেশি ভোট পেয়ে পরাজয় লাভের পরও তাঁদের তা আগামী দিনের জন্য শক্তি প্রদান করছে। পাশাপাশি এদিন প্রদীপবাবু পাহাড় প্রসঙ্গে বলেন, যাঁরা বাংলা এবং পাহাড় বিভাজনের কাজ করছেন তাঁদের পরিকল্পনা কখনই বাস্তব রূপ ধারণ করবে না। একই সঙ্গে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীকে প্রশ্ন ছুড়ে বলেন, কেন তিনি অনিয়মের অভিযোগ তুলেও পুলিশে এফআইআর দায়ের করেন নি। যদিও এই বিষয়ে উন্নয়ন মন্ত্রীর দাবি, দুইমাসে পরিকল্পনা অনুযায়ী কাজ না হলে তিনি সকল ঠিকাদারের কালো কাজের বিপক্ষে কড়া পদক্ষেপ নেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!