এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে ৩০-৪০ কোটি? সামনে এল বিস্ফোরক রিপোর্ট!

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে ৩০-৪০ কোটি? সামনে এল বিস্ফোরক রিপোর্ট!

করোনা ভাইরাসের মারণ থাবায় টালমাটাল আমেরিকা, ইতালি, স্পেন, ইংল্যান্ড, জার্মানির মত প্রথম বিশ্বের দেশগুলো। রোজই সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতালিতে তো বর্তমানে এমন অবস্থা দাঁড়িয়েছে যে মৃতদেহগুলিকে কবর দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে গনকবরের ব্যবস্থা করা হচ্ছে। বিগত কয়েকদিনে বিশ্বের ধনীতম দেশ আমেরিকার অবস্থা রীতিমত করুন হয়ে উঠেছে। এমনকি আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের যুবরাজ, প্রধানমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী।

ভারতেও এই মারণ ভাইরাসের আক্রমন নেমে এসেছে। কিন্তু, বাকি বিশ্বের থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষে একাধিক কঠিন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। ভারতের মত জনবহুল দেশে করোনা ভাইরাস যাতে কোনো মতেই স্টেজ-থ্রি তে না পৌঁছাতে পারে, সেইজন্য অর্থনৈতিক অবস্থার দিকে না তাকিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছেন। যাতে করে, করোনা ভাইরাসকে এই দেশে স্টেজ-টুতেই রাখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, এর মধ্যেই সামনে এল এক বিস্ফোরক রিপোর্ট। সংবাদসংস্থা NEWS18-এ প্রকাশিত সেই রিপোর্টে দাবী করা হয়েছে, জন হপকিনস ইউনিভার্সিটি এবং সেন্টার ফর ডিজিসেস, ডাইনামিক্স অ্যান্ড পলিসি (CDDEP) নাকি দাবি করেছে, আগামী দুমাসে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে ১০ কোটিতে। আর জুলাই মাসের শেষে গিয়ে সেই সংখ্যাটা দাঁড়াতে পারে অন্তত ৩০-৪০ কোটি!

ওই সংবাদসংস্থার রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বর্তমানে ভারতে লকডাউন ঘোষণা করা হলেও, ভারতে গোষ্ঠী সংক্ৰমন নাকি মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে। আগামী দু সপ্তাহের মধ্যেই সেই চিত্রটা ক্রমশ স্পষ্ট হবে, কেননা ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যাটা ৮০০ ছাড়িয়ে গেছে! তার থেকেও ভয়ঙ্কর কথা, ওই রিপোর্টে দাবি করা হয়েছে আগামী দুসপ্তাহে ভারতের বেশ কয়েকটি রাজ্যে গোষ্ঠী সংক্ৰমন চূড়ান্ত রূপ নিতে পারে!

তার থেকেও বড় কথা, ওই রিপোর্টে আশংকা প্রকাশ করা হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এমন পর্যায়ে পৌঁছাবে যে অন্তত ১০ লক্ষ ভেন্টিলেটারের ব্যবস্থা করতে হবে। কিন্তু, বর্তমানে ভারতের যা চিকিৎসা পরিকাঠামো তাতে মাত্র ৩০-৫০ হাজার ভেন্টিলেটারের ব্যবস্থা করা সম্ভব হবে। আর তাই ওই রিপোর্টে ভারতের স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক সুরক্ষার জন্য জোর দেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে ওই সংবাদসংস্থার রিপোর্ট একরাশ আশঙ্কার কথা ভারতবাসীর জন্য সামনে নিয়ে এল!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!