এখন পড়ছেন
হোম > জাতীয় > কংগ্রেসের সঙ্গে জোটে ‘না’, তবে কি তৃণমূলের সঙ্গে জোটের পথ প্রশস্ত হল সিপিএমের?

কংগ্রেসের সঙ্গে জোটে ‘না’, তবে কি তৃণমূলের সঙ্গে জোটের পথ প্রশস্ত হল সিপিএমের?

তিনদিন ধরে চলা সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রবল বিরোধিতা চলল সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাট গোষ্ঠীর। কিন্তু দুই গোষ্ঠীই অন্তত একটি ব্যাপারে একমত যে এইমুহূর্তে বিজেপিই প্রধান প্রতিপক্ষ, আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোই প্রধান লক্ষ্য। কিন্তু তা করতে গেলে কোন পথে এগোনো হবে সেখানেই দুই গোষ্ঠীর অনৈক্য হয়। সীতারাম ইয়েচুরি গোষ্ঠী চেয়েছিল কংগ্রেসের সঙ্গে জোট করে এগোনোর পন্থা, অন্যদিকে প্রকাশ কারাট গোষ্ঠী চেয়েছিল কংগ্রেসের সঙ্গে কোনও জোট বা সমঝোতায় না গিয়েই বিজেপিকে হারাতে হবে। শেষপর্যন্ত ভোটাভুটিতে ৫৫-৩১ ব্যবধানে হার সীতারাম ইয়েচুরি গোষ্ঠীর। ফলে মান্যতা পেতে চলেছে প্রকাশ কারাট গোষ্ঠীর মত।

কিন্তু প্রকাশ কারাট গোষ্ঠীর জয় হতেই ভেসে উঠল অন্য একটি রাজনৈতিক সম্ভাবনার কথা। এবার কি তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের কথা ভাবা হবে? কেননা কারাট শিবিরের বক্তব্য, বিজেপির সঙ্গে নেই কিন্তু কংগ্রেসের সঙ্গে রয়েছে এমন প্রভাবশালী আঞ্চলিক দলগুলোর সঙ্গে সমঝোতা করা যায়। অর্থাৎ সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম না নিলেও প্রকারন্তরে ইঙ্গিতটা সেদিকেই। কারাট শিবিরের আরো দাবি, যে সমস্ত রাজ্যে কংগ্রেস এবং বিজেপি প্রত্যক্ষ লড়াই করছে, সেখানে অল্প আসনে লড়ুক সিপিএম এবং বিজেপিকে হারানোর আবেদন করুক দল। আর তাই সিপিএমের রাজনৈতিক পথ চলা কোন পথে এইসব উঁকি মারা প্রশ্নকে সঙ্গে করে তা নির্দিষ্ট হবে হায়দারাবাদে আগামী এপ্রিল মাসে। বঙ্গ-ব্রিগেডের নেতারা এই ‘অসম্ভব’ সম্ভাবনাকে কারাট-পন্থীদের হাত থেকে কিভাবে রক্ষা করেন সেই দিকেই তাকিয়ে এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!