এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সামনে এল নতুন তথ্য – আগামীকালই বিজেপির রাজ্য সভাপতি নিয়ে বড় ঘোষণা হয়ে যেতে চলেছে?

সামনে এল নতুন তথ্য – আগামীকালই বিজেপির রাজ্য সভাপতি নিয়ে বড় ঘোষণা হয়ে যেতে চলেছে?


গত কয়েকদিন ধরেই রাজ্য-রাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয় বিজেপির রাজ্য সভাপতি বদল। বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মেয়াদ শেষ হতে চলেছে, তাঁর আমলে বাংলায় বিজেপির উত্থান বেশ চোখে পড়ার মত, ফলে প্রশ্ন উঠেছে তাকেই সামনে রেখে আগামীদিনে বাংলায় এগিয়ে যাবে বিজেপি নাকি তাঁকে অন্য কোন বৃহত্তর দায়িত্ত্ব দিয়ে অন্য কেউ তাঁর স্থলাভিষিক্ত হবেন। আর সেই ‘অন্য কেউটা’ কি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে পঞ্চায়েতে ফুল ফোটানো মুকুল রায়? এই জল্পনা আরো গতি পায় যখন মুকুল রায়কে দিল্লিতে ডেকে পাঠান সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং একান্তে তাঁর সঙ্গে আলোচনা করেন। কেননা অমিত শাহের সঙ্গে বৈঠক করতে গেলে বিজেপির রাজ্য সভাপতিদের রীতিমত আগে থেকে সময় নিয়ে তবে দেখা করতে যেতে হয়, সেখানে দলীয় কোনো পদে না থাকা মুকুল রায়কে নিজে থেকে ডেকে নিয়ে যাচ্ছেন বিজেপির সেনাপতি।

এরপর গতকাল বিজেপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী আমাদের পাঠকদের জানাই, মুকুল রায় যেহেতু সঙ্ঘ-পরিবার থেকে আসেননি, তাই অমিত শাহের আগামী বঙ্গ-সফরে এই নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বিশদে আলোচনা হবে, তারপরে আগামী মাসের প্রথম দিকে এই নিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু গত ২৪ ঘন্টায় ঘটনা সম্পূর্ণ অন্যদিকে মোর নিয়েছে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্তমানে আদালতে একটি মামলা চলছে। সূত্রের খবর সেই মামলায় আগামীকাল দিলীপবাবুকে আদালতে নথি পেশ করতে হতে পারে। তবে সেই নথিতে কিছু ‘গন্ডগোল’ আছে কিনা তা খতিয়ে দেখতে আদালতে পাশের আগে সেই নথি দলীয়স্তরে জমা করতে হবে দিলীপবাবুকে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির রাজ্যস্তরের এক নেতার কথায়, দিলীপবাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় যে প্রামাণ্য নথি চাওয়া হয়েছে, সেখানে যদি কোনো ‘গন্ডগোল’ থাকে তাহলে তার দায় দল নেবে না, সেক্ষত্রে দিলীপবাবুকে হয়ত সম্মনজনকভাবে রাজ্য সভাপতির পদ থেকে সরে যেতে বলা হবে। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আদালতের লড়াইয়ে যদি সম্মানজনক রায় নিজের পক্ষে নিয়ে আসতে পারেন, পুনরায় দলে তাঁকে সসম্মানে জায়গা ফিরিয়ে দেওয়া হবে। আর তাই, আগামীকালই বিজেপির রাজ্য সভাপতি নিয়ে একটা বড় ঘোষণা সামনে আসতেই পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!