মুকুল রায়ের বিজেপিতে সংযুক্তিকরনে ক্ষুব্ধ দিলীপ ঘোষ পদত্যাগ করতে চান? বিশেষ খবর রাজ্য November 6, 2017 মুকুল রায়কে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি দলে নিয়েছিল সংগঠনের ভিত আরো মজবুত করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে, যেভাবে রাজ্যনেতাদের কার্যত দূরে রেখে সমগ্র প্রক্রিয়া দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয়েছে তাতে করে ক্ষোভ ক্রমশ বাড়ছে রাজ্যনেতাদের। কলকাতার এক ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী এব্যাপারে অগ্রজ হতে চলেছেন বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই পোর্টালের খবর অনুযায়ী, ‘অপমানিত’ দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি পদ ছাড়তে চান ও পরিবর্তে তিনি আরএসএসের কর্মসূচিতে ফিরতে চান। যদিও ওই পোর্টালে এই খবরের সত্যতা বা সূত্র হিসাবে কিছু উল্লেখিত নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -