এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রাক্তন দাপুটে সিপিএমের মন্ত্রী এবার গেরুয়া শিবিরের পথে? জল্পনা চরমে

প্রাক্তন দাপুটে সিপিএমের মন্ত্রী এবার গেরুয়া শিবিরের পথে? জল্পনা চরমে

সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনেই প্রমাণিত রাজ্যের প্রধান বিরোধী দলের নাম বিজেপি, আর তাই পঞ্চায়েত মিটতেই এখন থেকেই যেমন লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়তে চাইছে গেরুয়া শিবির, অন্যদিকে তেমন ক্রমশ বিজেপিতে নাম লেখানোর প্রবণতা বাড়ছে রাজ্যের প্রাক্তন দাপুটে রাজনীতিকদের। আর সেই প্রবণতাকে আরো বেশি গতি দিতে এবার রাজ্য-রাজনীতিতে জল্পনা বাম আমলের দাপুটে মন্ত্রী সুশান্ত ঘোষ গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন।

২০১১ সালে রাজ্যজুড়ে প্রবল পরিবর্তনের হাওয়াতেও গড়বেতা থেকে নিজের বিধায়ক পদ ধরে রেখেছিলেন সুশান্ত ঘোষ। কিন্তু তারপরেই পরিবর্তনের সরকারের হাত ধরে ‘কঙ্কাল-কাণ্ডে’ নাম জড়িয়ে যায় তাঁর। এখনো চলছে সেই বিচার প্রক্রিয়া। আর এরফলে ক্রমশ তিনি ব্রাত্য হতে থাকেন দলীয় রাজনীতিতে, এমনকি ২০১১ তে জিতলেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে টিকিট পান নি তিনি। রাজ্য কমিটি থেকে আগেই বাদ পড়েছিলেন, সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীতেও জায়গা হয় নি তাঁর। এরপরেই রাজনৈতিক মহল ধরে নিয়েছিল সুশান্তবাবু বোধ হয় রাজনৈতিক সন্ন্যাসে চলে গেছেন। কিন্তু এসবের মাঝেই হঠাৎ করে তাঁর গেরুয়া শিবিরে যোগদানে জল্পনা ঘিরে নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহল। যদিও এই নিয়ে সুশান্তবাবু নিজে বা বিজেপি-শিবির সরকারি প্রতিক্রিয়া জানান কেউই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!