এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দল ছাড়ছেন বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট প্রাক্তন সাংসদ? জল্পনা চরমে

দল ছাড়ছেন বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট প্রাক্তন সাংসদ? জল্পনা চরমে


একদিকে যখন বিজেপি প্রচারে ঝড় তুলছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ২২ টিই তাদের ঝুলিতে তুলতে চলেছে – তখনই কিন্তু সামনে এল অন্য ছবি। অন্যদল থেকে বিজেপিতে যোগ দিয়েও কাজ করতে না পারার বিস্ফোরক অভিযোগ তুলে দল ছাড়তে চলেছেন প্রাক্তন হেভিওয়েট সাংসদ লক্ষ্মণ শেঠ। কলকাতার এক নামী পোর্টালের খবরে প্রকাশ গেরুয়া শিবিরের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে নিজের অনুগামীদের নিয়ে দল ছাড়তে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল রাজ্যে ২২ আসনের লক্ষ্যে বঙ্গ-বিজেপিতে বড়সড় সাংগঠনিক পরিবর্তন হতে চলেছে। কিন্তু দিল্লির এক্সিকিউটিভ কমিটির বৈঠকের পরেই কার্যত নিশ্চিত হয়ে যায় যে কোনোরকম সাংগঠনিক পরিবর্তন হচ্ছে না রাজ্য বিজেপিতে। আর এরপরেই কার্যত ধৈর্য্যের বাঁধ ভাঙে অন্য দল থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা ও তাঁদের অনুগামীদের। অনেকেই আশা করেছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের সাংগঠনিক ও রাজনৈতিক পারদর্শিতার সুযোগ দিতে পারবেন, কিন্তু কার্যত তাঁরা দলে অস্তিত্ত্বহীন হয়েই থাকছেন বলে মনে করা হচ্ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কলকাতার ওই ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী লক্ষ্মণবাবু অভিযোগ তুলেছেন, বিজেপির কোনো রীতি বা নীতি নেই – কাজ করার জায়গা নেই। এমনকি বিজেপির বিরুদ্ধে ধর্মীয় অশান্তি তৈরির মত বিস্ফোরক অভিযোগও এনেছেন। এমনকি আদি বিজেপির সঙ্গে মনোমালিন্যের জেরে নব্য বিজেপি কর্মীদের কাজ করার সুযোগ নেই বলেও অভিযোগ তুলেছেন তিনি। সবশেষে জানিয়েছেন যে তিনি রাম ও রহিমের মধ্যে কোনো বিভেদ চান না, তাই অনুগামীদের নিয়ে বৈঠক করে অবশেষে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রসঙ্গে লক্ষ্মণবাবুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায় নি। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয় বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!