এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আরো ১৫% অন্তর্বর্তী ভাতা প্রাপ্তির আশা জাগালো সরকারি কর্মচারী পরিষদ

আরো ১৫% অন্তর্বর্তী ভাতা প্রাপ্তির আশা জাগালো সরকারি কর্মচারী পরিষদ


রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। এই নিয়ে একদিকে যেমন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা চলছে, অন্যদিকে বকেয়া ডিএ ও ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট পাশের জন্য বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের আন্দোলন চলছে। আর এই আন্দোলনের অন্যতম পুরোধা হল বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদ, কিছুদিন আগেই উপরোক্ত দাবি নিয়ে সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীলের নেতৃত্ত্বে উন্নয়ন ভবনের সামনে অভিনব ‘ঘেউ ঘেউ’ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রসঙ্গত, কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক বাড়তে বাড়তে একসময় মোট ৫৪% এর পার্থক্য হয়ে যায়। মুখ্যমন্ত্রী গত জানুয়ারী মাস থেকে অতিরিক্ত ১৫% ডিএ দিলেও এখনো সেই পার্থক্য ৪২% এর, আর তাই রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনার ক্ষোভ ক্রমশ উর্ধমুখী।

আজ এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদ ও বিজেপি টিচার্স সেলের যৌথ উদ্যোগে একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে দেখা করেন। পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল, বিজেপি টিচার্স সেলের আহ্বায়ক দীপল বিশ্বাস, গৌর গাঙ্গুলি, সন্দীপ সরকার ও মন্মথ বিশ্বাস। এই প্রসঙ্গে দেবাশিসবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা আজ অভিরূপবাবুর সঙ্গে দেখা করে কেন্দ্রীয় কর্মচারীদের সমতুল্য স্বাস্থ্যনীতি, ডিএ পলিসি, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে জমা দেওয়া প্রভৃতি বিষয়ে আমাদের দাবি জানাই। বেতন কমিশনের সুপারিশ প্রকাশে এতো দীর্ঘসূত্রিতা নিয়েও প্রতিনিধিদলের তরফে প্রশ্ন তোলা হয়। আমাদের দাবি যে ভিত্তিহীন ছিল না তা অভিরূপবাবুর চুপ করে থাকাতেই প্রমাণিত, আমাদের সব অভিযোগ মন দিয়ে শোনার পর উনি আমাদের উপরোক্ত সমস্ত দাবি যথা শীঘ্র সম্ভব বাস্তবায়িত করার জন্য কথা দিয়েছেন। যতদিন না উপরোক্ত দাবিগুলি দিনের আলো দেখছে, তার আগে অবিলম্বে ১৫% অন্তর্বর্তী ভাতা দেওয়ার জোরালো দাবিও আমাদের প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়। অভিরূপবাবু এই দাবিও নস্যাৎ করতে পারেননি, এবং আমাদের আশা খুব শীঘ্রই তাঁর পরামর্শ মত আরো ১৫% অন্তর্বর্তী ভাতা রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের হাতে তুলে দেবে, কেননা অভিরূপবাবু জানিয়েছেন যে এই ১৫% অন্তর্বর্তী ভাতার জন্য সুপারিশ করতে বেতন কমিশনের নীতিগত কোনো বাধা নেই। তবে যতদিন পর্যন্ত না আমাদের পূর্ন দাবি মানা হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস মুছে তবেই আমরা থামব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!