এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন সমীকরণ! বহু বিধায়ক শাসক ছেড়ে বিরোধী শিবিরে! পরে যাবে সরকার? থাকছে রাজ্যপালের ভূমিকা?

নতুন সমীকরণ! বহু বিধায়ক শাসক ছেড়ে বিরোধী শিবিরে! পরে যাবে সরকার? থাকছে রাজ্যপালের ভূমিকা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে নতুন রাজনৈতিক সমীকরণে জমজমাট রাজ্য-রাজনীতি! ভালো সাসপেন্স ড্রামাকেও হার মানাতে চলেছে রাজনৈতিক পট পরিবর্তন! যা ঘিড়ে রাজ্য-রাজনীতিতে রীতিমত ঝড় উঠে গেছে – সবথেকে বড় কথা রাজ্যপালের ভূমিকার উপরেই কার্যত নির্ভর করতে চলেছে রাজ্য সরকারের ভাগ্য। সব কিছু ঠিক থাকলে – এই করোনা আবহেই পতন হতে চলেছে রাজ্য সরকারের! চমকে উঠলেন?

কথা হচ্ছে মনিপুরের রাজনীতি নিয়ে! ৬০ আসনের মনিপুর বিধানসভায় ২০১৭ সালের নির্বাচনে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। একক বৃহত্তম দল হিসাবে কংগ্রেস পায় ২৮ টি আসন, অন্যদিকে বিজেপি পায় ২১ টি আসন। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ৩ টি আসন কম থাকায়, সকলেই ভেবেছিলেন রাজ্যপাল কংগ্রেসকেই সরকার গঠনের সুযোগ দেবেন। কিন্তু, তীব্র টানাপোড়েনের পর গেরুয়া শিবির এনপিপি, এনপিএফ, তৃণমূল কংগ্রেস ও নির্দল বিধায়কদের সমর্থনের তালিকা রাজ্যপালের কাছে পেশ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে, রাজ্যপাল বিজেপি শিবিরকেই সরকার গঠনের জন্য অনুরোধ করেন। যে ঘটনায় তখন তীব্র ক্ষোভে ফেটে পড়েছিল হাত শিবির! কিন্তু, কংগ্রেসের ক্ষোভকে সরিয়ে রেখেই জোটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এন বীরেন সিং। কিন্তু, করোনা আবহে বদলে গিয়েছে সমীকরণ। হঠাৎ করেই বিজেপি ছেড়ে তিন বিধায়ক – সুভাষচন্দ্র সিং, টিটি হাওকিপ ও স্যামুয়েল জেন্ডাই, কংগ্রেসে যোগ দিয়েছেন। এর আগে, রাজ্যের চার গুরুত্বপূর্ণ মন্ত্রীও পদত্যাগ করেন।

উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী ওয়াই জয়কুমার সিং, ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী লেটপাও হাওকিপ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এল জয়ন্ত কুমার সিং এবং উপজাতি ও পাহাড়ি এলাকা উন্নয়ন মন্ত্রী এন কায়িশি – এর আগে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন। তখন থেকেই জল্পনা বাড়ছিল। সূত্রের খবর, বর্তমানে বিরোধী শিবিরের হাতে ৩৫ জন বিধায়কের সমর্থন আছে। আগামীদিনে আরও বাড়তে চলেছে সংখ্যাটা।

ফলে, ইতিমধ্যেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করেছেন বিরোধী দলনেতা ওকরাম ইবোবি সিং। করোনা আবহে মনিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা কি সিদ্ধান্ত নেন তার উপরেই ভাগ্য করছে এন বীরেন সিংয়ের রাজ্য সরকারের। করোনা আবহে আপাতত বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ বন্ধ রাখা হয়েছে – সেই যুক্তিতে এই আবেদন আপাতত স্থগিত হয়ে যাবে? নাকি মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রের উদাহরণ সামনে রেখে মনিপুরেও বদলে যাবে সরকার? সেদিকেই আপাতত নজর থাকছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!