এখন পড়ছেন
হোম > জাতীয় > আসছে সুদিন? ২১ শে মের মধ্যেই করোনা মুক্ত হবে ভারত? সামনে এল গুরুত্বপূর্ণ সমীক্ষা!

আসছে সুদিন? ২১ শে মের মধ্যেই করোনা মুক্ত হবে ভারত? সামনে এল গুরুত্বপূর্ণ সমীক্ষা!

করোনার জেরে আক্রান্ত ও মৃতের মিছিল থেমে নেই গোটা বিশ্বজুড়েই! আর ভারতেও পাল্লা দিয়ে রোজই বাড়ছে এই সংখ্যা। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে আগামী ৩ রা মের পরে দেশে আরও ২ সপ্তাহের জন্য বাড়াতে হবে লকডাউন। কিন্তু এরই মধ্যে বড়সড় আশার আলো জ্বালিয়ে সামনে এল মুম্বই স্কুল অব ইকনমিকস অ্যান্ড পাবলিক পলিসির এক সমীক্ষা।

দ্য এন্ড ইজ নিয়ার নামে ওই সমীক্ষা ভারতবাসীর জন্য আশার বাণী নিয়ে জানাচ্ছে আগামী ২১ শে মের মধ্যেই ভারতের করোনা মুক্তি ঘটে যাবে। তবে, সেই অবিশ্বাস্য ঘটনাকে বাস্তবরূপ দিতে গেলে আগামী ৭ ই মে পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে বর্তমান অবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওই সমীক্ষক দলের মতে, টানা ২ টি লকডাউনের ফলে অধিকাংশ রাজ্যে করোনার প্রকোপ কমে এসেছে। আগামী ৭ তারিখের মধ্যে তারফলে ভারতের বেশিরভাগ রাজ্যেই আর নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে, ভারতের বেশিরভাগ রাজ্যই চলে আসবে গ্রীন জোনে। আর যেহেতু অরেঞ্জ বা রেডজোনে থাকা রাজ্যগুলির জন্য অত্যন্ত কড়া ভাবে লকডাউন জারি থাকবে – তাই ধীরে ধীরে ২১ শে মের মধ্যেই ঐসব রাজ্যেও আর নতুন কেউ আক্রান্ত হচ্ছেন না – এই পরিস্থিতিতে পৌঁছে যাবে। তবে শুধু, কবে ভারত থেকে করোনা বিদায় নেবে তাই নয় – ওই সমীক্ষক দল কোন রাজ্যে সর্বোচ্চ কত আক্রান্ত হতে পারে, তারও একটা হিসেব দিয়েছে।

ওই সমীক্ষক দলের মতে ভারতে সর্বাধিক আক্রান্ত হবে মহারাষ্ট্রে – সেখানে সংখ্যাটা পৌঁছাতে পারে ২৪,২২২। অন্যদিকে পশ্চিমবঙ্গে সৰ্বাধিক আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে মাত্র ২,১৭৩ জন। ওই সমীক্ষায় ইতিমধ্যেই করোনা মুক্ত হয়ে গেছে যেসব দেশ – যেমন চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড – তাদের তথ্য ব্যবহার করা হয়েছে। সমীক্ষক দলটি জানিয়েছে করোনা ভাইরাস কিভাবে কমছে বা বাড়ছে এবং তার সঙ্গে আক্রান্তের সংখ্যা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে তা বিশ্লেষণ করে এই সমীক্ষা বানানো হয়েছে। এখন ওই সমীক্ষক দলের সমীক্ষা সত্যি করে সত্যিই ২১ শে মে ভারতের করোনা মুক্তি হয় কিনা সেদিকেই আপাতত তাকিয়ে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!