এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় সমস্যায় পিকে? CAB নিয়ে নিজের অবস্থানের জেরে এবার পড়তে চলেছেন কড়া শাস্তির মুখে?

বড়সড় সমস্যায় পিকে? CAB নিয়ে নিজের অবস্থানের জেরে এবার পড়তে চলেছেন কড়া শাস্তির মুখে?

বিজেপির স্বপ্নের সিটিজেন অ্যামেনমেন্ড বিল বা সিএবি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে বিজেপি নেতারা যখন দাবি করছেন কংগ্রেসের ঐতিহাসিক ভুল, এই ঐতিহাসিক বিলের মাধ্যমে শুধরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে তখন, কংগ্রেস-তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা দাবি করছেন – এটা নাকি গণতন্ত্রের কালো দিন!

আর এই দুইপক্ষের দড়ি টানাটানিতে এনডিএ জোটসঙ্গী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড সাথে দিয়েছে বিজেপি শিবিরের। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও নীতিশ কুমারের দল এই বিলকে পূর্ণ সমর্থন দিয়েছে। ফলে, বিরোধিতার শত বিরোধিতা উড়িয়েই এই বিলকে দেশের আইনে পরিণত করতে পেরেছেন মোদী-শাহ জুটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু জেডিইউয়ের এই দলীয় অবস্থান মেনে নিতেন পারেননি দলের সহ সভাপতি তথা ভোটকৌশলী প্রশান্ত কিশোর। বর্তমানে তিনি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোটকৌশলী হিসাবে কাজ করছেন। আর তৃনামলের দেখানো পথেই তিনি সিএবি নিয়ে নিজের দল জেডিইউএর অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রকাশ্যেই।

আর এতেই এবার বড়সড় সমস্যায় পড়তে চলেছেন তিনি বলে জল্পনা। কেননা এবার নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দলের অবস্থানের সমালোচনা করে প্রকাশ্যে মন্তব্য করায় প্রশান্ত কিশোরকে শো-কজ নোটিস পাঠাল জনতা দল ইউনাইটেড। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রশান্ত কিশোরের মন্তব্য অনভিপ্রেত, প্রকাশ্যে তাঁর এমন মন্তব্য করা উচিত হয়নি। ফলে, সমগ্র বিহার জুড়ে তীব্র জল্পনা শুরু হয়েছে – পিকের শোকজের জবাবে দল সন্তুষ্ট না হলে কি তাঁকে কড়া শাস্তির মুখে পড়তে হবে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!