এখন পড়ছেন
হোম > জাতীয় > ৩১ শে মেই কি শেষ হতে চলেছে লকডাউন? আর হবে না ৫ম দফা? রাজ্যগুলির তরফে মিলল বড় ইঙ্গিত

৩১ শে মেই কি শেষ হতে চলেছে লকডাউন? আর হবে না ৫ম দফা? রাজ্যগুলির তরফে মিলল বড় ইঙ্গিত


বর্তমানে চতুর্থ দফার লকডাউন চলছে ভারতবর্ষে‌। পঞ্চম দফার লকডাউন হবে কিনা, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গোটা দেশজুড়ে। জানা গেছে, কনটেইনমেন্ট জোনগুলোতে কড়াকড়ি অনেকটাই বাড়ানো হবে। কেননা দেশে বর্তমানে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ফলে সেই জোনগুলোর ক্ষেত্রে একটু কড়া সিদ্ধান্ত নিতে পারে সরকার। ইতিমধ্যেই রাজ্যগুলোর তরফে এই ব্যাপারে অভিমত নিতে শুরু করেছে প্রধানমন্ত্রীর দপ্তর।

এমনকি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও খবর। ফলে আগামী পয়লা জুন চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার পর পঞ্চম দফার লকডাউনের ক্ষেত্রে এখন কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেয়, তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিব বিভিন্ন রাজ্য এবং জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেন। আর সেখানেই বেশ কিছু নির্দেশিকা আগামী দিনে কঠোরভাবে মেনে চলতে হবে বলে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়।

দোকান-বাজার স্বাভাবিক নিয়মে খুললেও, লোকাল ট্রেন, সভা-সমাবেশ সিনেমা হল আপাতত বন্ধ রাখার কথা বলা হয়েছে। কিন্তু শপিং মল এবং বাণিজ্যিক কমপ্লেক্স যাতে খোলা হয়, তার ব্যাপারে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে বিভিন্ন রাজ্য। বেশকিছু রাজ্য এই ব্যাপারে তাদের মতামত প্রদান করলেও, যে সমস্ত এলাকা কনটেইনমেন্ট জোন বলে পরিচিত, সেখানে কোনমতেই কোনো ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন কেন্দ্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দেশের মোট 13 টি শহর এখন সব থেকে বেশি করোনা প্রভাবিত। যার মধ্যে রয়েছে কলকাতা। তবে তেলেঙ্গানার পক্ষ থেকে আর লকডাউন বাড়বে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে কর্ণাটক সরকারের পক্ষ থেকেও মন্দিরগুলো খুলে দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে। তবে বিভিন্ন রাজ্য এই ব্যাপারে নানা মত পোষণ করলেও, কনটেইনমেন্ট এলাকাগুলো নিয়ে কেন্দ্র যে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে, এবার তা কার্যত পরিষ্কার হয়ে গেছে।

সে দিক থেকে পশ্চিমবঙ্গের অনেক এলাকা কনটেইনমেন্ট জোনের মধ্যে পড়ায় বাংলাকে আবার লকডাউন সহ্য করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব থেকে বড় কথা, বিশেষজ্ঞরা বলছেন ভারতে যখন লকডাউন চালু হয়, তখন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল কার্যত হাতেগোনা। কিন্তু, বর্তমানে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে কি লকডাউন তোলা ভয়ঙ্কর হয়ে যাবে না? সব মিলিয়ে এখন চতুর্থ দফার লকডাউনের পর পঞ্চম দফার লকডাউন নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে কি সিদ্ধান্ত ঘোষণা করা হয়, তার দিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!