এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের শেষে লকডাউন নিয়ে মিলল বড়সড় ইঙ্গিত!

মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের শেষে লকডাউন নিয়ে মিলল বড়সড় ইঙ্গিত!


প্রথম দফার 21 দিনের লকডাউন শেষে দ্বিতীয় দফার 19 দিনের লকডাউন চলছে ভারতবর্ষে। তবে এরপর আবার লকডাউন করা হবে কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। তবে সোমবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের পরেই আগামী দিনে লকডাউন বজায় থাকবে কিনা, তার ব্যাপারটি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করেছিল সকলে।

সূত্রের খবর, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে দেশের নয় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে অবদান করলেন, লকডাউনের মেয়াদ যেন আরও বৃদ্ধি পায়। আর প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে দেশের সিংহভাগ মুখ্যমন্ত্রী লকডাউন বৃদ্ধির পক্ষে সওয়াল করায় আগামী দিনে যে আবার লকডাউন বৃদ্ধি হতে চলেছে, সেই ব্যাপারে কিছুটা হলেও নিশ্চিত বিশেষজ্ঞরা।

তবে এক্ষেত্রে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বিভিন্ন এলাকাকে রেড, অরেঞ্জ এবং গ্রীন জোনে বিভক্ত করে সেখানে লকডাউন কড়া এবং হালকা করা হবে বলে মনে করছেন একাংশ। জানা গেছে, এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “দেশ দুটো লকডাউন দেখেছে। যাতে দু’রকম প্রভাব রয়েছে। এবার আমাদের এগিয়ে যেতে হবে। আগামী দিনে করোনা ভাইরাসের প্রভাব প্রত্যক্ষ হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন দেশের অর্থনৈতিক ব্যবস্থা কিছুটা হলেও এই লকডাউনের কারণে ভেঙে পড়ছে, তা বৈঠকে তুলে ধরেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আর সেকথার রেশ ধরেই সকলকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “করোনায় যেমন আমাদের লড়তে হবে, ঠিক তেমনই অর্থনীতিতেও জোর দিতে হবে। অর্থনৈতিক দিক থেকে দুশ্চিন্তার কিছু নেই। আমাদের অর্থনীতি ভালো অবস্থায় আছে।”

প্রধানমন্ত্রী আরও জানান, “অন্যান্য রাষ্ট্রের তুলনায় ভারতের জনসংখ্যা বেশি হলেও সময়ে পদক্ষেপ করায় সেভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েনি। গ্রীষ্মের পর বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব সম্পর্কে রাজ্যগুলোকে সচেতন থাকতে হবে।” তবে ভবিষ্যতে লকডাউন বাড়বে না কি শিথিল করা হবে, এই ব্যাপারে এদিনের বৈঠকে জল্পনা ছড়ালেও, সকলকে সামাজিক দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “সবাইকে পরস্পরের মধ্যে দুই গজ বা ছয় ফুটের দূরত্ব বজায় রাখতে হবে এবং সম্ভবত আগামী দিনে মাস্কই হবে জীবন যাপনের অঙ্গ।” বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা, আতঙ্ক দূরীকরণ এই সমস্ত কিছুর ব্যাপারে এদিন মুখ্যমন্ত্রীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের প্রধান হয়ে করোনাকে দূর করতে যা যা পদক্ষেপ নেওয়ার ইতিমধ্যেই তা তিনি নিয়েছেন। আর এবার কোন কোন রাজ্যের কি অবস্থা, তার সম্পর্কে জেনে নিয়ে বাস্তব পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী।

তবে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বেশিরভাগ মুখ্যমন্ত্রী লকডাউনের পক্ষে সওয়াল করায় আবার ভারতবর্ষে লকডাউন বৃদ্ধি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় ধাপের লকডাউন ওঠার আগেই আবার জাতির ঊদ্যেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আর সেখানেই লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে লকডাউন বাড়ছে – এই মানসিক প্রস্তুতি রাখাটাই ভালো। এখন গোটা পরিস্থিতি কোনদিকে গড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!