এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS- বাড়ছে কি লকডাউন? প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মিলল বড়সড় ইঙ্গিত!

BREAKING NEWS- বাড়ছে কি লকডাউন? প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মিলল বড়সড় ইঙ্গিত!


গোটা বিশ্বের মত ভারতেও ক্রমশ ভয়াবহ আকার নিতে শুরু করেছে করোনার থাবা। যেহেতু এখনও এই মারণ ভাইরাসের হাত থেকে প্রতিকার পাওয়ার জন্য কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয় নি – তাই, বাঁচার জন্য ভরসা স্বেচ্ছায় গৃহবন্দী ও সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ। আর তাই ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। দু-দুটি পর্যায় পেরিয়ে আপাতত তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে – যা শেষ হতে চলেছে আগামী ১৭ তারিখ। কিন্তু তারপরে কি হবে?

সেই সিদ্ধান্ত নিতেই আজ দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেখানে অন্তত ৪ টি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন – বর্তমানে লকডাউন তোলার মত পরিস্থিতি নেই। আর সেই তালিকায় রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, আজ প্রধামন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর জানিয়েছেন – এখনও লকডাউন তুলে নেওয়ার মত পরিস্থিতি হয় নি, তাই লকডাউন আরও বাড়ানো হোক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এই বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন! এই কঠিন পরিস্থিতিতেও রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন। কিন্তু, রাজ্যের করোনা পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে, তিনি নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখনও লকডাউন তুলে নেওয়ার মত পরিস্তিতি হয় নি, ফলে তৃতীয় দফার শেষেও লকডাউন বাড়নোর পক্ষপাতী তিনি।

এই ৪ রাজ্যের পাশাপাশি, তামিলনাড়ুর প্রধানমন্ত্রী আবেদন করেছেন চলতি মাসে যেন রেল বা বিমান পরিষেবা চালু করা না হয়। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছেন, অর্থনীতি স্বাভাবিক রাখতে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই কৃষি ক্ষেত্র, গণপরিবহন ও শপিং মল যেন চালু করা হয়। প্রসঙ্গত, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে জুন-জুলাই মাসের শেষে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক হতে পারে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের দাবি মেনে প্রধানমন্ত্রী লকডাউন নিয়ে শেষপর্যন্ত কি সিদ্ধান্ত নেয় – সেদিকেই আপাতত তাকিয়ে গোটা দেশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!