এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ ছাত্রমঞ্চকে সামনে রেখেই কেন্দ্রের বিরুদ্ধে ঝড় তুলতে চলেছেন তৃণমূল নেত্রী? জানুন বিস্তারে

আজ ছাত্রমঞ্চকে সামনে রেখেই কেন্দ্রের বিরুদ্ধে ঝড় তুলতে চলেছেন তৃণমূল নেত্রী? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছরের শুরুর দিকেই সাধারণত এপ্রিল-মে মাসে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি এবারে অনেকটাই ধাক্কা খেয়েছে।কারণ দেশজোড়া করোনা সংক্রমনের ভয়াবহতার কারণে, সামাজিক দূরত্ব বিধি ও অন্যান্য স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিতে গিয়ে পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছিল।

তবে ছাত্র-ছাত্রীদের কেরিয়ারের কথা চিন্তা করে প্রথমে স্থির করা হয়েছিল গত জুলাই মাসে পরীক্ষা গুলি নেওয়া হবে কিন্তু জুলাই মাসে কোনো সংক্রমণ লক্ষণ দেখা যায় নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় মেনেই আগামী সেপ্টেম্বরে পরীক্ষার দিন স্থির করা হয়। সেপ্টেম্বরের ১ থেকে ৬ তারিখের মধ্যে ইঞ্জিনিয়ারিং এবং ১৩ ই সেপ্টেম্বর নিট ইউজি পরীক্ষার সূচি ঘোষণা করা হয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে।

সে সঙ্গে আরো জানানো হয় যে, সমস্ত রকম স্বাস্থ্যবিধির কথা সম্পূর্ণভাবে খেয়ালে রেখেই দেখি এবারে দেশের মোট ৯৫০০০ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা এই পরীক্ষাগুলি দেবে। সামাজিক দূরত্বর কথা চিন্তা করেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে যথেষ্ট ভাবে হবে পরীক্ষা কেন্দ্র বৃদ্ধির এই সিদ্ধান্ত। এরপর কেন্দ্র নির্দেশ দিয়েছিল যে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করে নিতে। কেন্দ্রের নির্দেশ পাবার পর প্রায় সাড়ে ৬ লক্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করেছেন।

কিন্তু দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা কমাবার কোন লক্ষণ ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। সম্প্রতি দেশের মোট করোনা সংক্রমণ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে গত দু’দিন ধরে দৈনিক ৭০০০০ পার করেছে করোনা সংক্রমণ। এদিকে ৩৩ লক্ষের গন্ডি পার দেশের মোট করোনা সংক্রমণের। তার মৃত্যু হয়েছে ৬১ হাজারের বেশী মানুষের। দেশে করোনার ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে দেশজুড়ে পরীক্ষাগ্রহণ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা সংক্রমনের আশঙ্কার কথা চিন্তা করে আগামী সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা নিয়ে আপত্তি রয়েছে দেশের বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যের শাসকপ্রধানদের। গতকাল বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে সুপ্রিম কোর্টকে জয়েন্ট এন্ট্রান্স নিয়ে তার ইতিপূর্বের রায় বিবেচনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ প্রসঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “নোটবন্দির সময় থেকেই প্রমাণ হয়েছে, মমতা এগিয়ে ভাবেন। এ ক্ষেত্রেও তিনি সংক্রমণের আশঙ্কায় ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের কথা বলেছেন। প্রয়োজনে ছাত্রছাত্রীদের জন্য রাস্তায় নামার কথা তিনিই ভাবতে পারেন।” এ প্রসঙ্গে আরও শিখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘”পরীক্ষা হোক তা আমরাও চাইছি। কিন্তু লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবনের কথা ভেবে তা পিছিয়ে দেওয়ার কথা বলেছি।’”

প্রসঙ্গত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও নিট ইউজি পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে গত বুধবার থেকেই আইনি লড়াইয়ে যাবার একটা এ সিদ্ধান্তের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায় এবার পরীক্ষা পেছানোর এই দাবিকে রাজনীতির মঞ্চে নিয়ে আসতে তৎপর হলেন মুখ্যমন্ত্রী, এমনটাই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহল মনে করছে। অন্যদিকে আজ ২৮ সে আগস্ট শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন।

এ দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকে এই পরীক্ষা পিছিয়ে দেয়ার দাবি জানাতে পারেন মুখ্যমন্ত্রী, এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে। কারণ, ইতিমধ্যেই পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে প্রতীকী কর্মসূচি নিতে দেখা গেছে তৃণমূল ছাত্র পরিষদকে। কিন্তু রাজনৈতিক মহলে মনে করছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ও নিট ইউজি পরীক্ষা নিয়ে আইনি ও প্রশাসনিক প্রতিবাদে শাসকদলের যথেষ্ট লাভ রয়েছে।

খোদ তৃণমূল সূত্রে জানা গেছে, বিরোধীদের চাপে কেন্দ্র যদি পরীক্ষার দিন পিছিয়ে দেয় তবে বিরোধীরা এটা নিজেদের হিসেবে ঘোষণা করবে। আবার, কিন্তু যদি পরীক্ষার দিন না পিছিয়ে ওই তারিখেই পরীক্ষা নেয়। সেক্ষেত্রে বেশ কিছু ছাত্র ও অভিভাবক শাসকদল তৃণমূলর পক্ষে চলে যাবে। তাই বিভিন্ন রাজনৈতিক মহলের ধারণা, সবকিছু বুঝেই এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!