এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতে বদলে যেতে চলেছে সবার মোবাইল নাম্বার? নতুন প্রস্তাবকে ঘিরে জল্পনা চরমে!

ভারতে বদলে যেতে চলেছে সবার মোবাইল নাম্বার? নতুন প্রস্তাবকে ঘিরে জল্পনা চরমে!


এবার বড়সড় বিপ্লব আসতে চলেছে মোবাইল ফোনের নম্বরে। যেখানে মোবাইল ফোনের নম্বরের ক্ষেত্রে বদল আসতে চলেছে বলে খবর। মূলত প্রায় তিন দশক ধরে ভারতবর্ষের মানুষ একই অবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। কিন্তু বর্তমান সময়ে 10 সংখ্যার নম্বর নানা সংস্থাতে ফুরিয়ে এসেছে। তাই ভবিষ্যতে নতুন কানেকশনের জন্য মোবাইল নম্বর 10 থেকে বাড়িয়ে 11 করার ব্যাপারে সুপারিশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।

শুধু তাই নয়, আগামী দিনে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য 10 ডিজিটের নম্বরের বদলে 13 সংখ্যার নম্বর বরাদ্দ করার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই ট্রাইয়ের তরফে জানানো হয়েছে, বর্তমানে ভারতবর্ষে টেলি ঘনত্ব 87.45 শতাংশ। অর্থাৎ ভারতবর্ষে যত সংখ্যক মানুষের বাস, তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় 117 কোটি 72 লক্ষ মানুষের টেলিফোন কানেকশন রয়েছে। যত দিন যাচ্ছে, এই সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এতদিন সকলকে 10 ডিজিটের ফোন নম্বর দেওয়া হলেও, এবার সেই সংখ্যা ফুরিয়ে এসেছে। তাই আগামী দিনে যাতে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো সমস্যায় না পারে, তার জন্য সমস্ত মোবাইল নম্বর 11 ডিজিটে বদলে ফেলার সুপারিশ করা হচ্ছে। এক্ষেত্রে বর্তমানে যারা 10 ডিজিটের মোবাইল নম্বর ব্যবহার করছেন, তাদের নম্বর শুরুর আগে একটা শূন্য বসানো হতে পারে।

অন্যদিকে 11 সংখ্যার নম্বর হলে তা 9 দিয়ে শুরু করা হবে। আর এই সম্ভাবনার কথা সামনে আসতেই শুরু হয়েছে চূড়ান্ত জল্পনা। কেননা, মানুষে এখন মোবাইল নম্বর মনে রাখে কম, কনট্যাক্ট লিস্টে সেভ করে রাখে বেশি। আর তাই মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেলে, এতবড় কনট্যাক্ট লিস্ট কি করে পাল্টানো হবে? সব মিলিয়ে এবার করোনা সংকট কাটার পর মোবাইল নম্বরের ক্ষেত্রে এই বিপ্লব কতটা কার্যকরী হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!