আবার তৃণমূল কংগ্রেসের ‘কেচ্ছা’ নিয়ে বোমা ফাটাতে চলেছেন মুকুল রায়? শুরু তীব্র জল্পনা বিশেষ খবর রাজ্য May 4, 2018 তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েই মুকুল রায় একটি ফাইল দেখিয়ে সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন সেই ফাইলে এমন কিছু তথ্যে আছে যা টালমাটাল করে দেবে রাজ্য-রাজনীতি, চরম অস্বস্তিতে পড়বেন তৃণমূল নেতারা। পরে বিজেপির এক দলীয় প্রকাশ্য সভায় সেই ফাইল থেকে বেশ কিছু নথি বের করে ‘বিশ্ববাংলা’ নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে একাধিক অভিযোগ তোলেন। সেই বিষয় বর্তমানে আদালতে বিচারাধীন। কিন্তু তার রেশ মিটতে না মিটতেই নতুন করে তৃণমূল কংগ্রেসে ‘কেচ্ছা’ প্রকাশ্যে আনার হুমকি দিলেন বিজেপি নেতা মুকুল রায়। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে দক্ষিণ দিনাজপুরের দৌলতপুরে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে এক জনসভা থেকে একটি ফাইল পুনরায় দেখিয়ে মুকুলবাবু দাবি করেন, এতে দিদির ভাইদের সব কেচ্ছা আছে, যা সময় হলেই প্রকাশ করব। আসলে এটা সিনেমার ট্রেলার চলছে, সিনেমা যখন শুরু হবে তখন বুঝতে পারবেন দলটা কী অবস্থায় দাঁড়িয়ে আছে। এরপরেই তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জিকে আক্রমন করে বলেন, প্রয়াগ বলে একটি সংস্থা ছিল, যারা আদপে চিটফান্ড, মানুষের টাকা তছরুপ করেছে। একটি অনুষ্ঠানে প্রয়াগের গুণগান গেয়েছিলেন পার্থ চ্যাটার্জি, তিনি এই সংস্থায় টাকা রাখার কথাও বলেছিলেন। স্বাভাবিকভাবেই, মুকুলবাবুর এই ঘোষণার পর, তিনি কোন ‘কেচ্ছার’ কথা বলছেন বা নতুন কি বোমা ফাটাবেন তাই নিয়েই চূড়ান্ত জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আপনার মতামত জানান -