এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী-ম্যাজিকেই জয়? জল্পনা শেষে সোমবারেই সরকারিভাবে মুখ্যমন্ত্রী মুখ স্পষ্ট গেরুয়া শিবিরে?

মোদী-ম্যাজিকেই জয়? জল্পনা শেষে সোমবারেই সরকারিভাবে মুখ্যমন্ত্রী মুখ স্পষ্ট গেরুয়া শিবিরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সদ্যই মিটেছে বিহার বিধানসভা নির্বাচন পর্ব। নির্বাচনের ফলাফল সবার সামনে। ব্যাপকভাবে জয় পেয়েছে এনডিএ শিবির। তবে এককভাবে বিহারের সংখ্যাগরিষ্ঠ দলের তকমা জোগাড় করেছে এবার বিজেপি। বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল পর্ব মেটার পর এবার তৎপরতা শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। জানা গিয়েছে পাটনায় হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং নির্বাচনে পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রীর আসন কিন্তু গ্রহণ করতে চলেছেন জেডিইউ-এর কর্ণধার নীতীশ কুমার।

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার পঞ্চম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। মনে করা হচ্ছে, দীপাবলি ও ছট পুজোর মাঝে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। অন্যদিকে জানা যাচ্ছে, এই করোনার কারণে অন্যান্য বারের মতো পাটনার গান্ধী ময়দানে এবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠান করা যাবেনা। সে জায়গায় মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক উল্টোদিকে রাজভবনের হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে।

অন্যদিকে বিহারের বিজেপি শিবিরের মতে, মোদি ম্যাজিকের জন্যই বিহার এনডিএ শিবিরের হাতে এসেছে। আর সেকারণেই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে জোরদার চেষ্টা চালানো হচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে উপস্থিত করার। ইতিমধ্যে নীতীশ কুমার সমস্ত শরিক দলের সঙ্গে কথা বলে নিয়েছেন। জানা গিয়েছে মোট 36 জনের সদস্যের মন্ত্রিসভা তৈরি হতে পারে। তার মধ্যে 22 জন মন্ত্রী থাকবেন বিজেপির পক্ষ থেকে। 12 জন জেডিইউ থেকে, এবং ভিআইপি ও হ্যাম থেকেও একজন করে সদস্য থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জানা যাচ্ছে যে জেডিইউয়ের থেকে অনেক বেশি ভোট পেয়ে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, তাই মন্ত্রিসভাতেও সংখ্যাগরিষ্ঠতা থাকবে বিজেপি শিবিরের। তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটে জেতার আগে তাঁরা জেডিইউকে কথা দিয়েছিল মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার। তাই তাঁরা তাঁদের কথা রাখতে চলেছেন। প্রসঙ্গত, নীতীশ কুমার 2015 সালে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু আরজেডির সাথে সেসময় মতপার্থক্য হওয়ায় জেডিইউ মহাজোট ছেড়ে বেরিয়ে যায়।

যথারীতি 2017 সালে নীতীশ কুমার এনডিএর হাত ধরেন। অন্যদিকে ভোটের রেজাল্ট বেরোলেও নীতীশ কুমার দীর্ঘসময় চুপ ছিলেন। মঙ্গলবার রাত থেকে কিন্তু প্রশ্ন উঠেছিল, ‘শেষ ভোটে’ জিতে তিনি কি পঞ্চম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন? তবে সব জল্পনা শেষে আপাতত ইঙ্গিত মিলেছে নীতীশ কুমারই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে কিন্তু বিহারের মানুষের তীব্র ক্ষোভ ছিল প্রতিষ্ঠানের বিরুদ্ধেই পরোক্ষে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!