এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পেশ নির্বাচন কমিশনের! বড় সমস্যায় মোদী-শাহ? বাড়ছে জল্পনা

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক তথ্য পেশ নির্বাচন কমিশনের! বড় সমস্যায় মোদী-শাহ? বাড়ছে জল্পনা


রাজনৈতিক দলগুলোর আয়, ব্যয়ের উৎস সহ অডিট রিপোর্ট জমা দেওয়ার দিন ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে। গত 31 অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমস্ত হিসাব জমা করার শেষ দিন ছিল। জানা গেছে, বহুজন সমাজবাদী পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত হিসাব পত্র জমা দিয়েছে। তবে অডিট রিপোর্ট নেই বিজেপি, কংগ্রেস এবং এনসিপির মত রাজনৈতিক দলগুলোর।

জানা গেছে, তিনটে জাতীয় এবং বাইশটি আঞ্চলিক রাজনৈতিক দলের মোট আয় 1163.17 কোটি টাকা। অন্যদিকে তিনটি রাজনৈতিক দলের মোট আয় 630.67 কোটি টাকা। যেখানে আঞ্চলিক দলগুলোর মধ্যে ওড়িশার বিজু জনতা দলের আয় 249.31 কোটি, তৃণমূল কংগ্রেসের 192.65 কোটি এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির 188.71 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোকে স্বেচ্ছায় অনুদান দেয়, এমন সংস্থার মাধ্যমেই 76% আয় আসে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কমিশন সূত্রের খবর, জাতীয় দলের মধ্যে নির্বাচন কমিশনের কাছে তৃণমূল তাদের নির্বাচনী বন্ড হিসেবে 97.28 কোটি টাকা অনুদান দিয়েছে। অন্যদিকে পাঁচটি আঞ্চলিক দল নির্বাচনী বন্ড হিসেবে অনুদান দিয়েছে মোট 490.59 কোটি টাকা। জানা গেছে, যে 25 টি দল অডিট পেশ করেছে, তাদের মধ্যে 17 টি দল অডিট রিপোর্টে 2018 সালের আর্থিক বছর থেকে 2019 সালের আর্থিক বছরে নিজেদের আয় বৃদ্ধি পেয়েছে বলে দেখিয়েছে।

তবে পাঞ্জাব ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি তাদের রিপোর্ট পেশ করেনি বলে খবর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 2018 সালের আর্থিক বছরে 329.46 কোটি থেকে বেড়ে 23 টি রাজনৈতিক দলের আয় দাঁড়িয়েছে 825.68 কোটিতে। তবে অনেক দল তাদের অডিট রিপোর্ট কমিশনের কাছে পেশ করলেও, কেন কংগ্রেস-বিজেপির মত সর্বভারতীয় দলগুলো তা পেশ করল না! তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

এমনিতেই রাজনৈতিক দলগুলির খরচ-খরচের ব্যাপারে অত্যন্ত কড়া নির্বাচন কমিশন। সেখানে দেশের প্রধান দুই দল – বিশেষ করে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি – এই সংক্রান্ত কোনো হিসেবনিকেশ না দেওয়ায় কি তাদের উপর চাপ বাড়তে চলেছে? নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপে কি ঘুম উড়তে চলেছে মোদী-শাহ জুটির? এই জল্পনায় এখন রাজধানীর রাজনীতির অলিতে-গলিতে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!