এখন পড়ছেন
হোম > জাতীয় > BIG BREAKING – আপের মুখ্যমন্ত্রী মুখ হতেই কি শাসকদল ছাড়তে চলেছেন হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী?

BIG BREAKING – আপের মুখ্যমন্ত্রী মুখ হতেই কি শাসকদল ছাড়তে চলেছেন হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী?


দেশজুড়ে যখন করোনা আবহ ধুন্ধুমার জায়গায় চলে গেছে – তখনই রাজনৈতিক ময়দানে সামনে এল বড়সড় খবর। এবার পাঞ্জাবের শাসকদল কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দেওয়ার গুঞ্জন তীব্র হল, সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী নাভজো সিং সিধুর। আর এই ব্যাপারে খোদ অরবিন্দ কেজরিওয়ালের একটি বক্তব্য এই জল্পিবা আরও বাড়িয়ে দিল।

প্রসঙ্গত, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু বিজেপির রাজ্যসভার সাংসদ ছিলেন। কিন্তু ২০১৭ সালে তিনি বিজেপি ত্যাগ করেন। সেই সময় জল্পনা ওঠে, পাঞ্জাবের এক উপনির্বাচনে তাঁর স্ত্রীকে প্রার্থী না করাতেই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপরেই জল্পনা ওঠে তিনি আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন এবং তারফলে যোগ দেবেন অরবিন্দ কেজরিওয়ালের দলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, সেই সময় তাঁকে আপের পাঞ্জাব নেতৃত্ব মুখ্যমন্ত্রী মুখ করতে রাজি হয় নি। আর তাই, তৎকালীন পাঞ্জাব কংগ্রেসের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের মধ্যস্থতায় তিনি কংগ্রেসে যোগ দেন। ক্যাপ্টেন আমরিন্দর সিংয়ের নেতৃত্বে পাঞ্জাবে খড়কুটোর মত উড়ে যায় বিজেপি-আকালি দল জোট। সেইভাবে হুল ফোটাতে পারেনি আম আদমি পার্টিও। সিধুকে আমরিন্দর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়।

কিন্তু, এর পরেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন সিধু। আমরিন্দরের সঙ্গেও বাড়তে থাকে দূরত্ব। শেষে তিনি পাঞ্জাব মন্ত্রীসভা থেকেও পদত্যাগ করেন। আবার এগিয়ে আসছে সেখানে ভোট – সিধুর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক তলানিতে। এদিকে পাঞ্জাবে আপেরও যোগ্য মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় জল্পনা, আবারো প্রশান্ত কিশোরের পরামর্শে তিনি যোগ দিতে পারেন আপে।

এই নিয়ে জল্পনা ছড়ানোয়, সরাসরি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি জানান, আমাদের দলে ওনাকে স্বাগত জানাই। করোনার এই সঙ্কটের মধ্যে রাজনীতি নিয়ে এর থেকে বেশি খুলে কিছু বলা যাবে না। আর অরবিন্দ কেজরিওয়ালের এহেন মন্তব্যের পরেই জল্পনা চরমে নভজ্যোৎ সিংহ সিধুর এখন আম আদমি পার্টিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!