এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ছমাসের মধ্যে চিটফান্ড কাণ্ডে জেলে যাবেন শিক্ষামন্ত্রী? সামনে এল বিস্ফোরক দাবি

ছমাসের মধ্যে চিটফান্ড কাণ্ডে জেলে যাবেন শিক্ষামন্ত্রী? সামনে এল বিস্ফোরক দাবি

আগামী ছমাসের মধ্যে চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়? পঞ্চায়েতের দলীয় প্রচারে এসে অন্তত তেমনি দাবি বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বৈজয়বর্গীয়র! গতকালই এক জনসভা থেকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘সন্ত্রাসীদের মাসি’ বলে বেগালাম আক্রমনের পথে হেঁটেছিলেন তিনি, যা নিয়ে রীতিমত শোরগোল পরে গিয়েছিল রাজ্য-রাজনীতিতে, আর আজ তিনি একেবারে তৃণমূল নেতা-মন্ত্রীদের জেল খাটার বিস্ফোরক ঘোষণা করে আরো হইচই ফেলে দিলেন।

স্থানীয় সূত্রের খবর, আজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে দলীয় প্রচার সভা করার সময় বলেন, চিটফান্ড মালিকরা জেলে রয়েছে। তাদের যাঁরা রক্ষা করেছিলেন, এবার তাঁদের জেলে যাওয়ার পালা। আমার কাছে সব প্রমাণ আছে, এ রাজ্যে পঞ্চায়েত ভোটে মিটলেই আমি সবকিছু জমা দিয়ে দেব সিবিআইয়ের কাছে। তার পর ছ’মাসের মধ্যেই ওই নেতাদের জেলে যেতে হবে। তাঁর এই ঘোষণার পর, উপস্থিত জনতার মধ্যে রীতিমত শোরগোল পরে যায়। তিনি নিজেই প্রশ্ন করেন, করা আছেন সেই তালিকায় জানতে চান? সেই তালিকায় তৃণমূলের অনেক মন্ত্রী রয়েছেন, তারমধ্যে আপাতত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জানিয়ে দিলাম। যদিও তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!