এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING NEWS – প্লাজমা থেরাপিতে সারবে না করোনা? সামনে এল কেন্দ্রের বড়সড় ঘোষণা

BREAKING NEWS – প্লাজমা থেরাপিতে সারবে না করোনা? সামনে এল কেন্দ্রের বড়সড় ঘোষণা

গোটা ভারত জুড়ে দিনকে দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। চলছে মৃত্যুলীলাও। ভয়াবহ এই ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না। যার ফলে তৈরি হচ্ছে সমস্যা। তবে সাম্প্রতিককালে প্লাজমা থেরাপির ফলে করোনা চিকিৎসায় সাফল্য মিলতে পারে বলে নানা মহল থেকে খবর আসতে শুরু করেছিল। যার ফলে আশা তৈরি হয়েছিল গোটা দেশজুড়ে।

কিন্তু এবার সেই আশাতেই রীতিমত জল ঢেলে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রসঙ্গত, গত সপ্তাহে প্লাজমা থেরাপিতে প্রথম সাফল্যের ব্যাপারে একটি খবর প্রকাশ্যে আসে। যেখানে দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, দিল্লির এক বেসরকারি হাসপাতালে 49 বছর বয়সে আক্রান্ত রোগীকে প্লাজমা থেরাপির মাধ্যমে চিকিৎসা করানো হয়। আর তার পরেই তিনি সুস্থ হয়ে উঠেছেন। আর এরপর থেকেই অনেকে প্লাজমা দান করার জন্য উদ্যোগী হন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে দিল্লির দেখাদেখি মুম্বাইয়েও প্লাজমা থেরাপির পরীক্ষা শুরু হয়েছে। ফলে অনেকের মধ্যেই এই ব্যাপারে আশার আলো তৈরি হয়েছিল। কিন্তু এবার সেই প্লাজমা থেরাপির ব্যাপারে নিজেদের অবস্থান জানালো কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্লাজমা থেরাপি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। এখনও এই ব্যাপারে কোনো সাফল্য পাওয়া যায়নি। আর কেন্দ্রের পক্ষ থেকে এই বক্তব্য প্রদানের পরই এখন রীতিমত শোরগোল তৈরি হয়েছে।

অনেকে বলছেন, কিছুদিন আগেই দিল্লি সরকারের পক্ষ থেকে যেখানে প্লাজমা থেরাপিতে সাফল্য আসছে বলে জানানো হল, সেখানে কেন্দ্র একথা বলে দিল্লি সরকারের বক্তব্যকেই ভিত্তিহীন বলে প্রকাশিত করল। আর কেন্দ্রের পক্ষ থেকে এমন খবর প্রকাশিত হওয়ার পর বিশেষজ্ঞরা বলছেন, যত করোনা ভাইরাস দূরীভূত করতে আশা করা হচ্ছে, ততই সেই আশায় জল পড়ছে।

এবার প্লাজমা থেরাপির ব্যাপারে আশা করা হলেও, যেভাবে তাতে এখনও সাফল্য মেলেনি বলে জানাল কেন্দ্র সরকার, তাতে এই পদ্ধতিও এখন কার্যত বিশবাঁও জলে চলে গেল। এমনিতেই এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের কোনো প্রতিষেধক বা ওষুধ আবিষ্কৃত হয় নি। ফলে ১০০ বছর আগে হয়ে যাওয়া স্প্যানিশ ফ্লু মহামারী আটকানো প্লাজমা থেরাপিতেই ভরসা রাখছিলেন চিকিৎসকরা। ফলে করোনা ভাইরাসকে নিয়ে এবার আরও একটি দুঃসংবাদ পেল গোটা ভারতবর্ষ বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!