এখন পড়ছেন
হোম > জাতীয় > বাজেট ২০১৯-২০ – কৃষকদের জন্য এবার স্বপ্নের সওদাগর হতে চলেছেন প্রধানমন্ত্রী?

বাজেট ২০১৯-২০ – কৃষকদের জন্য এবার স্বপ্নের সওদাগর হতে চলেছেন প্রধানমন্ত্রী?


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি খাতে উন্নতির জন্য বাজেটের আগে কৃষকদের আয় বাড়ানোর জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী ও বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই কমিটি দুই মাসে নিজেদের রিপোর্ট জমা করবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই কমিটির আহ্বায়ক হবেন বলে জানা গেছে। এছাড়াও, কর্ণাটক, হরিয়ানা, অরুণাচল প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীরা এই কমিটিতে থাকবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি মত সাড়ে ১৪ কোটি কৃষক পরিবারকে সাহায্যের ঘোষণা করেছেন। এমনকি, কেন্দ্রীয় বাজেটের আগেই, মন্ত্রিসভায় ১৪ টি ফসলের এমএসপিবাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের জন্যও যথেষ্ট ভাবিত – এই বার্তা দিতেই বাজেটের আগে এইসব পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তাই তাঁদের আশা এবারের বাজেটে কৃষকদের জন্য তিনি স্বপ্নের সওদাগর হতে চলেছেন। এবারের বাজেটে কৃষকদের জন্য যা থাকতে পারে বলে মনে করা হচ্ছে –

১. প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কৃষক পিছু ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

২. কৃষকদের রোজগার নিয়ে বড় নির্দেশিকা আসতে চলেছে – প্রধানমন্ত্রী ২০১৬ সালের এপ্রিল মাসে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুন করার আশ্বাস দেন। এটি মোদী সরকারের একটা বড় লক্ষ্য। কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি যে কমিটির গঠনের পর এত আয় বেড়েছে। অতএব, সরকার কৃষকদের আয় বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত নিতে পারে।

৩. কিশান ক্রেডিট কার্ডে সুদ ছাড়া – বাজেটে কিশান ক্রেডিট কার্ডে ঋণের পরিমান বাড়িয়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে। যার মধ্যে ১ লক্ষ টাকা পর্যন্ত কোনো সুদ ছাড়াই ঋণ পাওয়া যাবে।

৪. কম জল লাগবে এমন ফসল চাষে বিশেষ সুবিধা মিলতে পারে – নীতি আয়োগ জানিয়েছে, ভারতের জল সংকটের জন্য ধান ও আখ চাষ বহুলাংশে দায়ী। এই দুই ফসল চাষেই সর্বোচ্চ জল খরচ হয়। বর্তমানে দেশজুড়ে জল সংকট কাটিয়ে ওঠায় কেন্দ্র সরকারের অন্যতম লক্ষ্য। ফলে, যে সব শস্য চাষের জন্য কম জল লাগে, সেই শস্য চাষে বিশেষ উৎসাহ দেওয়া হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!