এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার কি রাজনীতিতে আসতে চলেছেন প্রিয়রঞ্জন-দীপা পুত্র?

এবার কি রাজনীতিতে আসতে চলেছেন প্রিয়রঞ্জন-দীপা পুত্র?


এবার কি রাজনীতিতে আসতে চলেছেন প্রিয়রঞ্জন-দীপা দাশমুন্সির পুত্র প্রিয়দীপ দাশমুন্সি? সোশ্যাল মিডিয়ায় তাঁর নিজের একটি পোস্টকে ঘিরেই উঠছে এমন কৌতূহল। প্রিয়রঞ্জনের প্রিয় আর দীপার দীপ নিয়ে দাশমুন্সি পরিবার ছেলের নাম রেখেছিলেন প্রিয়দীপ, আর নিজেদের রাজনৈতিক উপলব্ধির কথা মাথায় রেখে ছেলের ডাকনাম রাখা হয়েছিল মিছিল। সেই মিছিল এতদিন ছিলেন অন্তরালেই, বর্তমানে লন্ডনের কিংস কলেজের ছাত্র আর পড়ার বিষয়? রাজনৈতিক পরিবারের সঙ্গে সামঞ্জস্য রেখে – রাজনীতি, দর্শন ও অর্থনীতি।
সেই মিছিলই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, যেখানে তিনি জানান তাঁর বাবা দুটি ‘সংস্থার’ সঙ্গে যুক্ত ছিলেন ফিফা ও ভারতীয় সরকার, দুটি জায়গায় দুর্নীতিতে ডুবে। তার সঙ্গেই তিনি যোগ করেছেন বাবার মৃত্যুমিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত আবেগের কথা, সেখানেই তিনি উপলব্ধি করেছেন তিনি এক নন ওই লক্ষ লক্ষ মানুষই তাঁর পরিবার আর তারপর তিনি তাঁর বাবাকে কথা দিয়েছেন তিনি শুধু তাঁর বাবার ‘ধারা’ বজায়ই রাখবেন না, তাকে নিয়ে যাবেন অন্য উচ্চতায়। আর এরপরেই রাজনৈতিক মহলে জল্পনা দেখা দিয়েছে যে অচিরেই বাবা ও মায়ের দেখানো পথে রাজনীতির ময়দানে পা রাখবেন কি তিনি? ভবিষ্যতের গর্ভেই লুকিয়ে আছে মিছিলের মিছিলকে নেতৃত্ত্ব দেওয়ার উত্তর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!