এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের টিকিট পাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?

আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের টিকিট পাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?


মাত্র পাঁচ বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লী সফরকালে যোজনা কমিশনের দফতরের বাইরে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থা করার অভিযোগে সংবাদ শিরোনামে আসেন সেইসময়কার এসএফআই সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর নানান রাজনৈতিক উত্থান পতনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে বর্তমানে ঋতব্রত বাবু রাজ্যসভায় সিপিএম-এর বহিস্কৃত দলহীন সাংসদ। বেশ কিছুদিন যাবৎ ঋতব্রত বাবুর তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভবনা কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন চলছিলো। মুখ্যমন্ত্রীর এই সপ্তাহে দিল্লী সফরকালে তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্তে বৈঠক করেন । বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ নেতা। বৈঠকের পর এক তৃণমূল নেতা সংবাদ মাধ্যম কে জানান, সংসদে ঋতব্রতের ভূমিকা খুব ভাল। ওকে বাংলার স্বার্থেই কাজে লাগানো উচিত। অবশ্য ঋতব্রত বাবু এখনও অবধি কিছু বলেননি। শুধু বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি এসেছেন। আমি প্রণাম করতে গিয়েছিলাম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে কলকাতার এক নামী সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিমত রাজ্যসভায় তৃণমূল এখন যা সময় পায়, এক জন বাড়তি সাংসদ পেলেও তা কোনোমতেই বাড়বে না। আর এক্ষেত্রে দলহীন হয়েও ঋতব্রত বাবু যা সময় পাবেন সেটা তৃণমূলের অনুকূলে গেলে দলের পক্ষে মঙ্গলের। তাই এই মুহূর্তে দলীয় পতাকা ছাড়াই ঋতব্রত বাবুকে রাজ্যসভায় কাজের দায়িত্বভার দেওয়ার কথা ভাবা হয়েছে। ওই সংবাদপত্রের প্রকাশিত খবর থেকেই জানা যাচ্ছে, রাজ্যসভায় ঋতব্রত বাবুর দায়িত্ব পালন মুখ্যমন্ত্রীর আশানরূপ হলে আগামী লোকসভা নির্বাচনে তাঁর তৃণমূল দলের মনোনয়ন পাওয়ার সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে কলকাতা নগরীর পার্শ্ববর্তী অঞ্চলেই হয়তো ঋতব্রত বাবুর নির্বাচন কেন্দ্র হবে। আবার ঋতব্রত বাবু তৃণমূল কংগ্রেস যোগ দিলে ও লোকসভা নির্বাচনে মনোনয়ন পেলে বাম শিবির থেকেও বেশ কিছু ভোট তৃণমূলের দিকে চলে আসার সম্ভবনা রয়েছে। এখন আগামী বছর লোকসভা নির্বাচনের আগে অবধি রাজ্য রাজনীতিতে নতুন করে কী বৈচিত্র্য আসে সে দিকে তাকিয়ে বঙ্গবাসী। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদমাধ্যমে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!