অপেক্ষা আর মাত্র কয়েকদিনের? করোনা আবহে ফেব্রুয়ারি মাসেই অবশেষে খুলতে চলেছে স্কুল? জেনে নিন কলকাতা বিশেষ খবর রাজ্য January 24, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত দশ মাস ধরে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে পড়াশোনার প্রক্রিয়া চলছে। মূলত করোনা ভাইরাসের কারণে এতদিন বন্ধ ছিল স্কুল-কলেজ। কিন্তু এবার ধীরে ধীরে কি পরিস্থিতি স্বাভাবিকের মুখে? আর তাই কি এবার খুলতে চলেছে রাজ্যের বিদ্যালয়গুলো? বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে যাতে স্কুল খোলা যায়, তার জন্য স্কুলশিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি প্রস্তাব গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা নিয়ে এখন জল্পনা তৈরি হয়েছে। যদি স্কুলশিক্ষা দপ্তরের এই প্রস্তাব মেনে নেওয়া হয়, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসেই খুলতে পারে রাজ্যের স্কুলগুলো। প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অভিভাবকরা চিন্তায় পড়ে গিয়েছিলেন। সাম্প্রতিককালে অনলাইন ক্লাসের জন্য ছাত্র-ছাত্রীদের ট্যাবের জন্য 10 হাজার টাকা করে প্রদান করেছে রাজ্য সরকার। তবে তার পরেও স্কুলগুলো যাতে খোলা যায় এবং প্র্যাকটিক্যাল ক্লাস এবং ভবিষ্যতের পরীক্ষার জন্য যাতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া যায়, তার জন্য চিন্তা ক্রমশ বাড়ছিল। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর এই পরিস্থিতিতে ধীরে ধীরে করোনা ভাইরাস যখন স্বাভাবিকের মুখে, তখন সেই স্কুল খোলার পদ্ধতির দিকে এগিয়ে যেতে শুরু করল রাজ্য সরকার। জানা গেছে, ইতিমধ্যেই স্কুলশিক্ষা দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি নোট পাঠানো হয়েছে। যেখানে বলা হয়েছে, স্কুলগুলিতে বর্তমানে স্যানিটাইজারের কাজ সম্পূর্ণ রূপে শেষ। শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা পালা করে স্কুলে যাচ্ছেন। লকডাউন থেকে শুরু করে মিড ডে মিলের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে স্কুল খোলার অনুমতি দেওয়া হোক। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই বলতে শুরু করেছেন, ধীরে ধীরে যখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, তখন স্কুল খোলাতে কোনো অসুবিধে নেই। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর প্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ পৌঁছে গিয়েছে স্কুলগুলোতে। আগামী 15 জুন থেকে 3 জুলাই পর্যন্ত উচ্চমাধ্যমিক বা একাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা চলবে। তাই এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্কুলের শিক্ষকদের কাছ থেকে অনুষ্ঠানে অত্যন্ত জরুরি। তাই করোনা ভাইরাসের ভ্যাকসিন যখন বেরিয়ে গিয়েছে, তখন বিন্দুমাত্র বিলম্ব না করে মুখ্যমন্ত্রীর কাছে সেই স্কুল খোলার জন্য প্রস্তাব পাঠালো স্কুলশিক্ষা দপ্তর। সব মিলিয়ে এখন এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত গ্রহণ করেন, কবে খোলে রাজ্যের স্কুলগুলো, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -