এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি প্রণব-কন্যা শর্মিষ্ঠা যোগ দিচ্ছেন বিজেপিতে? লোকসভায় লড়বেন বাংলা থেকে?

এবার কি প্রণব-কন্যা শর্মিষ্ঠা যোগ দিচ্ছেন বিজেপিতে? লোকসভায় লড়বেন বাংলা থেকে?


আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে যখন দেশের বিভিন্ন রাজনৈতিক দল তা সে শাসক দলই হোক বা বিরোধী দল নিজেদের দলীয় সংগঠন, আসন সমঝোতা, জোট প্রস্তাব এইসমস্ত নিয়ে রীতিমতো ব্যস্ত এবং চিন্তামগ্ন ঠিক সেই সময়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের সভায় আমন্ত্রন এবং সেই আমন্ত্রন প্রস্তাব গ্রহণকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি আপাতত বেশ কিছু গুরুত্বপূর্ন প্রশ্নের মুখে। ইতিমধ্যেই কংগ্রসের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতিকে তাঁর এই কার্যকলাপের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে। সম্প্রতি জাতীয়স্তরের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে চাঞ্চল্য ছড়ালো রাজনৈতিক মহলে। ঐ সংবাদমাধ্যম সূত্রে প্রকাশিত খবর অনুয়ারী আসন্ন লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বর্তমানে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দিল্লি কংগ্রেসের মুখপাত্র।

ঐ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে আরোও জানা গেছে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকেই বিজেপির প্রার্থী মনোনীত হতে পারেন। এমনকি এও দাবি করা হয়েছে যে ইতিমধ্যেই শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সাথে গেরুয়া শিবিরের দু দফা বৈঠক হয়ে গিয়েছে। বিজেপির দলীয় সূত্রেই এই খবর প্রকাশ্যে এসেছে বলেও দাবি করা হয়েছে । যদিও রাজ্য বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বললেন, আমাদের এব্যাপারে কিছু জানা নেই, শর্মিষ্ঠাদেবী নিজেই বলতে পারবেন। প্রাক্তন রাষ্ট্রপতি কন্যার প্রার্থী হওয়া প্রসঙ্গে রাজ্য বিজেপির নিশ্চুপ থাকা গেরুয়া শিবিরের পক্ষ থেকে আগামী দিনে কোনো বড় চমকের সম্ভবনা যে উস্কে দিচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই ধারণা রাজনৈতিক মহলের। অবশ্য পারিপার্শিক রাজনৈতিক জটিলতার দিকে নজর রেখে সব জল্পনা অবসান ঘটিয়ে সোস্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নিজে ট্যুইট করে জানিয়েছেন, কংগ্রেসের মতাদর্শে বিশ্বাস করি বলেই, রাজনীতিতে এসেছিলাম। কংগ্রেস ছাড়ার আগে রাজনীতিই ছেড়ে দেব। কিন্তু তারপরেও এই নিয়ে জল্পনার রেশ চলেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!