পদত্যাগ করছেন নির্বাচন কমিশনার? দায়িত্ত্বে শাসক ঘনিষ্ঠ ‘পরীক্ষিত’ অন্য কেউ? বিশেষ খবর রাজ্য April 11, 2018 রাজ্য-রাজনীতি এখন সরগরম পঞ্চায়েত নির্বাচন নিয়ে, আর সমস্ত রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। তাঁর একের পর এক পরস্পর বিরোধী বিবৃতি ও কার্যকলাপে রীতিমত উত্তপ্ত বঙ্গ রাজনীতি, মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। প্রথমে তিনি জানান, রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ, কেন্দ্রিয়বাহিনীর প্রয়োজন নেই। তারপরেই তিনি জানান, রাজ্য জুড়ে নৈরাজ্য চলছে। মনোনয়নের সময়সীমা শেষ হয়ে যাবার পর তিনি পুনরায় মনোনয়নের সময়সীমা বর্ধিত করেন। আবার ১২ ঘন্টা না পেরোতেই সেই সময়সীমা বর্ধিত করার নির্দেশে স্থগিতাদেশ দেন। ফলে বিরোধীরা একজোটে আদালতে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এর মঝেই বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী, বা বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেন, অমরেন্দ্র কুমার সিং মনোনয়নের সময়সীমা বাড়ানোর পরের দিন সকালে রাজ্যের চার মন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে যান, এমনকি তাঁরা অমরেন্দ্রবাবুকে শারীরিকভাবে হেনস্থাও করেন। আর তার ফলেই ‘চাপের’ মুখে তিনি তাঁর সময়সীমা বাড়ানোর নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হন। আর এরপরেই গুঞ্জন ছড়ায়, ‘অপমানে’ এবার রাজ্য নির্বাচন কমিশনারের পদ ছাড়তে পারেন তিনি। যেকোনো মুহূর্তেই দিতে পারেন পদত্যাগপত্র। এমনকি তিনি পদত্যাগ করলে তাঁর জায়গায় আগেও নির্বাচন কমিশনারের দায়িত্ত্ব সামলানো পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে তৈরি থাকতে বলা হয়েছে। যদিও এই নিয়ে এখনো সরকারি স্তরে কোনো ঘোষণা হয় নি, সবটাই রাজনৈতিক গুঞ্জনের স্তরে আছে। আপনার মতামত জানান -