এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আজই কি একুশের টিউন বেঁধে দেবেন শুভেন্দু অধিকারী? বিজয় সভা ঘিরে তীব্র জল্পনা তৃণমূলের অন্দরে

আজই কি একুশের টিউন বেঁধে দেবেন শুভেন্দু অধিকারী? বিজয় সভা ঘিরে তীব্র জল্পনা তৃণমূলের অন্দরে

দীর্ঘদিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র টি কংগ্রেসের দখলে ছিল। তৃণমূলের সুদিনেও সেই কেন্দ্রটি দখল করতে পারেনি ঘাসফুল শিবির। প্রার্থী দেওয়াই সার। ঘাসফুল ফোটেনি। কংগ্রেসের শক্ত ঘাটিতে আবার 2019 সালের লোকসভা নির্বাচনে 57 হাজার ভোটে লিড পেতে দেখা গেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ বিজেপির দেবশ্রী চৌধুরীকে। আর এই পরিস্থিতিতে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দামামা বাজায় সেখানে জয় আনতে মরিয়া হয়ে উঠেছিলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী।

দলের প্রার্থী তপন দেব সিংহকে নিয়ে প্রচার করে সাধারণ মানুষকে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি প্রচারসভায় শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, “আপনারা একবার তপন দেব সিংহকে জেতান। তৃণমূল কংগ্রেসকে কালিয়াগঞ্জ দিন। কথা দিলাম, যদি উন্নয়ন করতে না পারি, তাহলে 2021 সালে আর ভোট চাইতে আসব না।” হয়ত বা শুভেন্দু অধিকারীর এই কথায় বিশ্বাস করেছিলেন কালিয়াগঞ্জের মানুষেরা। আর তাইতো লোকসভা ভোটে যে কালিয়াগঞ্জ থেকে বিজেপি 57 হাজার ভোটে লিড পেয়েছিল, সেই কালিয়াগঞ্জের বিধানসভা উপনির্বাচনে 2414 ভোটে লিড পেয়ে জয়লাভ করেছেন তৃণমূলের তপন দেব সিংহ।

আর ভোটে জয়লাভের সাথে সাথেই এবার কালিয়াগঞ্জে পা রাখছেন সেই শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে আজ বিজয় মিছিলের পাশাপাশি কালিয়াগঞ্জে একটি সভা রয়েছে তাঁর। সূত্রের খবর, আজ কালিয়াগঞ্জ মহেন্দ্রগঞ্জ নাটমন্দির মাঠে সভা করবেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবেন তিনি। তবে শুভেন্দুবাবুর এই কালিয়াগঞ্জ আগমনের ক্ষেত্রে আরও অনেক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, প্রথমবারের জন্য কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র দখল করেছে তৃণমূল কংগ্রেস। তাই সেদিক থেকে আগামী দেড় বছর পর অনুষ্ঠিত হওয়া রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল যদি কালিয়াগঞ্জ দখল করতে না পারে, তাহলে তাদের ক্ষেত্রে তা অত্যন্ত খারাপ হবে। তাই এখন থেকে ভালো কাজের মধ্যে দিয়ে আগামী বিধানসভায় জিততে দলীয় নেতৃত্বকে পরামর্শ দেবেন শুভেন্দুবাবু। পাশাপাশি কালিয়াগঞ্জ প্রথম দখল করে সাধারণ মানুষকে দেওয়া কথা পূরণ করার কথা এদিন শুভেন্দু অধিকারীর মুখ থেকে শোনা যেতে পারে বলে মনে করছে একাংশ।

কেননা উন্নয়ন ওপর ভিত্তি করেই নানা প্রতিশ্রুতি দিয়ে এখানে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। তাই এই দেড় বছর বছর চুটিয়ে উন্নয়নের কাজ করে ফের 2021 সালে এখানে দলীয় প্রার্থীকে জেতাতে চান রাজ্যের পরিবহনমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “রবিবার শুভেন্দুবাবু কালিয়াগঞ্জে আসছেন। কংগ্রেসের শক্ত ঘাঁটি কালিয়াগঞ্জে দীর্ঘ প্রচেষ্টার পর প্রথমবার জয়লাভের জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে কালিয়াগঞ্জ সফরে আসছেন তিনি। এই জয়ের অন্যতম কারিগর তিনি। আমরা তাকেও উষ্ণ অভ্যর্থনা জানাব।”

এদিকে এই প্রসঙ্গে কালিয়াগঞ্জের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তপন দেব সিংহ বলেন, “রবিবার আমাদের জেলা পর্যবেক্ষক তথা পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জ নাটমন্দির মাঠে জনসভা করবেন। এছাড়াও রাস্তায় মিছিল করার কথা রয়েছে তার। আগামী ভবিষ্যতের জন্য কি রণকৌশলে লড়াইয়ের ময়দানে থাকতে হবে, সেই বার্তাও উনি দিতে পারেন। আমরা সেদিকেই তাকিয়ে আছি।” সব মিলিয়ে সাধারন মানুষ যেমন শুভেন্দু অধিকারীর মুখ থেকে আজও উন্নয়নের বার্তা শুনতে চাইছে, ঠিক তেমনই দলের নেতাকর্মীদের কিভাবে পথ চলতে হবে, তার বার্তাও শুনতে চাইছেন।

লোকসভা নির্বাচনে গোটা বাংলা জুড়ে, বিশেষ করে উত্তরবঙ্গে যেভাবে গেরুয়া ঝড় উঠেছিল – তাতে একুশের লড়াই তৃণমূলের জন্য অত্যন্ত কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। আর তাই সেইদিকে লক্ষ্য রেখে এখন থেকেই পরিকল্পিত চলতে চায় শাসকদল। তাই, উপনির্বাচন জিতে উঠেই কি একুশের টিউন ঠিক করে দেবেন তৃণমূলের অন্যতম সারথি শুভেন্দু অধিকারী? জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। তাই একদিকে জনসাধারণ, আর অন্যদিকে দলীয় নেতাদের খুশি করতে শুভেন্দু অধিকারী কালিয়াগঞ্জে এসে কি টনিক দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!