এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ৩৬ বিধায়ক সহ শুভেন্দু অধিকারী বিজেপিতে আসছেন? প্রকাশ্যেই তুমুল জল্পনা শুরু বঙ্গ রাজনীতিতে!

৩৬ বিধায়ক সহ শুভেন্দু অধিকারী বিজেপিতে আসছেন? প্রকাশ্যেই তুমুল জল্পনা শুরু বঙ্গ রাজনীতিতে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে কি এবার বড়সড় ফাটল ধরতে চলেছে? 2021 এর বিধানসভা নির্বাচনের আগে সকলকে চমকে দিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী? সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট এখন সেই ইঙ্গিতই বহন করতে শুরু করেছে। দীর্ঘদিন ধরেই তৃণমূলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন পূর্ব মেদিনীপুরের অধিকারী গড়ের সম্রাট শুভেন্দু অধিকারী। বিগত বাম আমল থেকে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বলা বাহুল্য, গত লোকসভা নির্বাচনের তৃনমূল যে সমস্ত জায়গায় পরাজিত হয়েছিল, সেখানে বিপদ থেকে রক্ষা পেতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে। তবে তার অনুগামীরা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে দাবি করেছেন, শুভেন্দুদাকে শুধু ব্যবহার করা হচ্ছে। তাকে কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে না। তবে সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক বৈঠকের আগে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করানোর দাবি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীরা। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। উল্টে তৃণমূলের পক্ষ থেকে পর্যবেক্ষক পদ তুলে দিয়ে শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।

ঠিক তেমনই তার গুরুত্ব অনেকটাই কমিয়ে দিয়ে তাকে কোর কমিটির সদস্য করে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতা তথা মন্ত্রীর গুরুত্ব এভাবে হ্রাস করা নিয়ে তার অনুগামীরা কিছুটা হলেও ক্ষুব্ধ বলে দাবি করছে বিভিন্ন মহল। অনেকেই বলেন, তৃণমূলে পরিবার তন্ত্র চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘটাতে গিয়ে শুভেন্দু অধিকারীর মত সাংগঠনিক ব্যক্তিকে গুরুত্ব কমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যদি এইভাবে শুভেন্দু অধিকারীর গুরুত্ব কমানো হয়, তাহলে বিভিন্ন জেলায় শুভেন্দুবাবুর অনুগত কর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা ছিল।

অনেকেই নানা মহলে জল্পনা তৈরি করেছিলেন যে, দলে গুরুত্ব না পেয়ে এবার হয়ত বড়সড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যের পরিবহনমন্ত্রী। অনেকে প্রকাশ্যে এটাও বলে দিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারী এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিতে পারেন ভারতীয় জনতা পার্টিতে। যদিও বরাবরই সেই সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছেন শুভেন্দুবাবু।এখনও পর্যন্ত এই ব্যাপারে নীরব রয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় “পশ্চিমবঙ্গে বিজেপি চাই” নামক একটি পেজে একটি পোস্ট শেয়ার হওয়াকে কেন্দ্র করে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ল বাংলার রাজনৈতিক মহলে। যেখানে লেখা রয়েছে, “শুভেন্দু অধিকারী সহ 36 জন বিধায়ক বিজেপিতে আসতে চলেছেন। জয় শ্রী রাম।” আর হঠাৎ করেই বিজেপির ফেসবুক পেজে এই ধরনের পোস্ট এখন নানা সম্ভাবনা সৃষ্টি করছে রাজনৈতিক মহলে।

অনেকে বলছেন, বিজেপি বা শুভেন্দু অধিকারীর তরফে এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছু বলা হয়নি। কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় বিজেপির পেজে এই ধরনের পোস্ট হচ্ছে, তখন নিশ্চিত যে, এই ধরনের কিছু সম্ভাবনার কথা বাংলার আকাশে-বাতাসে ঘোরাফেরা করছে। তাহলে কি সত্যি সত্যিই শুভেন্দুবাবু এবার বড়সড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন?

বিশেষজ্ঞরা বলছেন, যদি শুভেন্দু অধিকারী তৃণমূলের ওপর গোসা করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করেন, তাহলে তৃণমূল চরম সমস্যার মুখে পড়বে‌। কেননা প্রায় প্রতি জেলাতেই শুভেন্দুবাবুর অনুগত জনপ্রতিনিধিরা রয়েছেন। আর শুভেন্দুবাবু যদি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করেন, তাহলে তার অনুগত জনপ্রতিনিধিরাও গেরুয়া শিবিরে যোগ দেবেন। যার ফলে তৃণমূলের 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট বাস্তবের সঙ্গে কতটা মিল খায়, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। তবে যদি এই পোস্টের সঙ্গে বাস্তব কিছুটা হলেও মেলে, তাহলে আসছে দিন তৃণমূলের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা শুধু এই পেজ নয়, বিভিন্ন জায়গাতেই শুভেন্দু অধিকারীর দলবদলের একটা সম্ভাবনা তৈরি করে পোস্ট শেয়ার হচ্ছে। যাকে কেন্দ্র করে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!