এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আগামী ১৪ ই আগস্ট কি পাকিস্তান রাজনীতিতে নতুন বড় মোড় আসতে চলেছে? জল্পনা তুঙ্গে

আগামী ১৪ ই আগস্ট কি পাকিস্তান রাজনীতিতে নতুন বড় মোড় আসতে চলেছে? জল্পনা তুঙ্গে


আগামী ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস – আর সম্ভবত সেই দিনই নয়া প্রসাশনিক প্রধান পেতে চলেছে পাক মুলুক। জানা যাচ্ছে ওই দিনই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ইমরান খান।

পাক নির্বাচন কমিশন পাকিস্তানে বুধবার হওয়া সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল জানালে দেখা যায় ২৭২ আসন বিশিষ্ট পাক পার্লামেন্ট বা ন্যাশনাল অ্যাসেম্বলির ১১৫টি আসন রয়েছে ইমরান খানের নেতৃত্ত্বাধীন তেহরিক-ই-ইনসাফের দখলে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৩৭ টি আসন। তাই এবার মসনদে বসতে হলে অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট গড়তে হবে ইমরান খানকে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইসলাম নেতা নাইম-উল-হক বলেন, ”আমরা প্রতিনিয়তই নির্দল প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছি। আজ অথবা আগামিকাল, গোটা দেশবাসী কোনও ভাল খবর শুনতে পাবেন”। প্রসঙ্গত, নওয়াজ শরীফের দল পিএমলএন পেয়েছে ৬৪ টি ও বেনজির ভুট্টোর পিপিপি পেয়েছে ৪৩ টি আসন। তেহরিক-ই-ইনসাফ সূত্রে পাক সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে পাক প্রেসিডেন্ট মামনুন হোসেনের সভাধিপতিত্বে এবং অন্যান্য নেতা নেত্রীদের উপস্থিতিতে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী পদে অভিষেক হতে পারে ইমরান খানের।

পাকিস্তানের এই রাজনীতির চিত্র পরিবর্তনের দিকে তাকিয়ে আছে ভারত। কারণ ইমরান খানের বক্তব্যে আভাস মিলেছে যে তিনি কাশ্মীর সমস্যা মেটাতে আগ্রহী। এমনকি সে জন্যে তিনি ভারতের সঙ্গে আলোচনায় বসতে রাজি। গত ৩০ বছর ধরে চলা এই ভৌগোলিক তথা রাজনৈতিক টানাপোড়েন এবং তৎপরবর্তী সংঘর্ষ ও হানাহানি থেকে কাশ্মিরবাসী তথা গোটা ভারতবাসীকে মুক্ত করার সদিচ্ছা রয়েছে তাঁর। ফলে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে নতুন অধ্যায়ের সূচনা হলে সেদিকে উদগ্রীব হয়েই তাকিয়ে রয়েছে ভারতও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!