এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত পরিস্থিতির জেরে রাজ্যে কি রাষ্ট্রপতি শাষন? জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত পরিস্থিতির জেরে রাজ্যে কি রাষ্ট্রপতি শাষন? জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ

অনেক আইনি জটিলতার পথ পেরিয়ে আজ আবার পঞ্চায়েত নির্বাচন তার স্বাভাবিক প্রক্রিয়া শুরু করেছিল। আদালতের নির্দেশে আজ সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত ৪ ঘন্টার জন্য মনোনয়নের দরজা খুলে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বিরোধীদের অভিযোগ সেই সময়টুকুতেই শাসকদলের লাগামহীন সন্ত্রাসের কারণে রাজ্যের আইন-শৃঙ্খলার হাল কতটা খারাপ তা আবার দেখিয়ে দিল। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট বলেছেন, পরিস্থিতি এরকম চলতে থাকলে রাজ্যে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগের দাবি জানানো হবে বিজেপির পক্ষ থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দিলীপবাবু আরো বলেন, আমাদের আশঙ্কাই সত্যি হল।উত্তরবঙ্গের একাধিক জায়গার সঙ্গে মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। একই ঘটনা ঘটেছে বীরভূম থেকে শুরু করে ডায়মন্ডহারবার পর্যন্ত। রাজ্য জুড়ে বিজেপির বারোশোরও বেশি কর্মী-সমর্থককে মারধর করা হয়েছে। রাজ্যে আইনের শাসন নেই। নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে তৃণমূল। এমন কী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেও আমার নাম জড়ানো হচ্ছে। এররকম চলতে থাকলে রাজ্যে ৩৫৬ ধারা জারি করার অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের দাবি করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!