এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আসন্ন উপনির্বাচন ঘিরে কি বড়সড় ‘বিস্ফোরণ’ ঘটতে চলেছে তৃণমূলের অন্দরে?

আসন্ন উপনির্বাচন ঘিরে কি বড়সড় ‘বিস্ফোরণ’ ঘটতে চলেছে তৃণমূলের অন্দরে?


কিছুদিন আগেই দুঃখজনকভাবে প্রয়াত হন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মহেশতলার বিধায়ক কস্তুরী দাস। ফলে সেই শূন্য আসনে উপনির্বাচন আসন্ন, আর সূত্রের খবর সেই আসনে প্রার্থী হতে চলেছেন কস্তুরীদেবীর কন্যা রত্না চট্টোপাধ্যায়। রত্নাদেবী আবার কলকাতার মহানাগরিক তথা রাজ্যের গুরুত্ত্বপূর্ন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। প্রসঙ্গত, শোভনবাবুর সঙ্গে রত্নাদেবীর ‘গার্হস্থ্য হিংসার’ কারণ দেখিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এবং আশ্চর্যরকমভাবে সেই ‘গার্হস্থ্য হিংসার’ অভিযোগ এনেছেন শোভনবাবু, তাঁর স্ত্রী নন! সূত্রের খবর, এসব সত্ত্বেও গতকাল সন্ধ্যেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনবাবুর একান্ত বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী স্বয়ং তাঁকে জানিয়ে দেন যে মহেশতলায় তিনি রত্নাদেবীকে টিকিট দিতে চলেছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এরপরেই শোভনবাবু জানিয়ে দেন, তাঁকে কোণঠাসা করতে এক সাংসদ-সহ দলীয় নেতৃত্বের একাংশ তাঁর বিরুদ্ধে রত্নাদেবীকে মদত দিচ্ছেন। আর তাই, মহেশতলা আসনে রত্নাদেবীকে দাঁড় করানোর ভাবনার থেকে তৃণমূল নেত্রী যেন তাঁকেই ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেন! যদিও শোভনবাবুর এহেন মন্তব্যের পরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাঁকে মাথা ঠান্ডা রাখতে বলেন। শোভনবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকে রত্নাদেবীর এই প্রসঙ্গ কলকাতার এক নামি ওয়েব পোর্টালে প্রকাশিত হতেই রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, তাহলে কি মহেশতলা উপনির্বাচন ঘিরে এবার শাসকদলের আন্দ্রে কার্যত ‘বিস্ফোরণ’ ঘটতে চলেছে? কেননা শোভনবাবু কিছুদিন আগেই স্পষ্ট জানিয়েছিলেন তাঁর ও তাঁর স্ত্রীর বিতর্কের মাঝে দাঁড়িয়ে দলকে তাঁর হয়ে মুখ খুলতে হবে। কিন্তু দল তাঁর সেই দাবি মেনে নেয় নি, অন্যদিকে রত্নাদেবী প্রকাশ্যে জানিয়েছিলেন – এই বিতর্কে দল তাঁর পাশেই আছে। দলের তরফে সেই বক্তব্যও খন্ডন করা হয় নি। এবার তিনি যদি সত্যিই মহেশতলায় টিকিট পান, তাহলে আরো ব্যাকফুটে চলে যাবেন শোভনবাবু। সব মিলিয়ে মহেশতলা উপনির্বাচন ঘিরে কিভাবে আবর্তিত হয় শাসকদলের অভ্যন্তরীণ রাজনীতি সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!